Wednesday, August 6, 2025

মানিক মিয়ায় গ্যাস বেলুন বিস্ফোরণ: দগ্ধ ১০ জন জাতীয় বার্নে

আরও পড়ুন

রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় গ্যাস বেলুন বিস্ফোরণে বৈদ্যুতিক তারে আগুন লাগার ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল তিনটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

জানা গেছে, ‘৩৬ জুলাই উদযাপন’ উপলক্ষ্যে আজ মানিক মিয়া এভিনিউতে গ্যাস বেলুনের প্রতীকী ‘হেলিকপ্টার’ ওড়ায় ছাত্র-জনতা। হঠাৎ বিস্ফোরণ থেকে গ্যাস বেলুনে আগুন লাগে। সে আগুন ছড়ায় বৈদ্যুতিক তারে। এতে আহত হয় মোট দশজন। পরে একটি ড্রোন দিয়ে আগুন নেভানো হয়।

আরও পড়ুনঃ  পাইলটস তৌকির সম্পর্কে, বেরিয়ে এলো নতুন গোপন তথ্য

এর আগে, জুলাই শহীদদের স্মরণে আয়োজিত দিনব্যাপী জুলাই পুনর্জাগরণ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এদিন দুপুর ১২টায়। অনুষ্ঠানে পারফর্ম করবেন পারশা, এলিটা করিম, এফ মাইনর, শূন্য, ওয়ারফেজ, আর্টসেলসহ আরও অনেক শিল্পী-ব্যান্ড।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ