Friday, August 8, 2025

প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে পাথর দিয়ে এলোপাতাড়ি মারধর

আরও পড়ুন

গাজীপুরে থানার সামনে সাংবাদিককে পাথর দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় মহানগরের সদর থানার সামনে এ ঘটনা ঘটে।

আহত আনোয়ার হোসেন সৌরভ (৩২) উত্তর ছায়াবিথী এলাকায় বসবাস করেন। তিনি দৈনিক বাংলাদেশের আলো নামে একটি পত্রিকায় কাজ কর্মরত।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, সদর মেট্রোপলিটন থানা এলাকায় ওই যুবককে টেনেহিঁচড়ে নিয়ে যায় একদল যুবক। এক পর্যায়ে তাকে কিলঘুসি ও পাথর দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে তাকে পুলিশের গাড়িতে করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  কিলার গ্যাংয়ের প্যাডে ব্যবসায়ীকে চিঠি, এলাকাজুড়ে আতঙ্ক

ভুক্তভোগী ওই সাংবাদিকের সহকর্মী তমা বলেন, চাঁদাবাজি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার সন্ধ্যায় স্থানীয় চাঁদাবাজরা পুলিশের উপস্থিতিতে তাকে প্রথমে কিলঘুসি ও পরে পাথর দিয়ে আঘাত করে। তাকে পুলিশের সহায়তায় আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসা নিয়ে তার স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা গুরুতর।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে এ ব্যাপারে কোন মামলা হয়নি। এ ছাড়া এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ