ছবি কিংবা ভিডিও প্রকাশের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ আরও বিস্তৃত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এত দিন শুধু পেজের মাধ্যমেই কনটেন্ট মনিটাইজেশন করা যেত, এখন প্রোফাইল থেকেও আয়ের সুযোগ মিলছে।
ফেসবুকের নতুন কনটেন্ট মনিটাইজেশন ফিচার চালু করতে হলে প্রোফাইলে প্রফেশনাল মোড চালু করতে হবে। প্রোফাইল পিকচারের নিচে থাকা তিন বিন্দুর মেনুতে গিয়ে ‘Turn on Professional Mode’ নির্বাচন করলেই প্রোফাইলটি পাবলিক পেজে রূপ নেবে। এতে ফলোয়ার সংখ্যা, এনগেজমেন্টসহ নানা তথ্য দেখা যাবে এবং বিভিন্ন মনিটাইজেশন টুলের জন্য আবেদন করা যাবে।
ফেসবুক কর্তৃপক্ষ জানায়, প্রোফাইলের কার্যক্রম ও কনটেন্টের মানের ওপর নির্ভর করে মনিটাইজেশনের অনুমতি দেওয়া হবে।
আয় বাড়ানোর কার্যকর উপায়
বিশেষজ্ঞরা বলছেন, মনিটাইজেশন শুরু হলে আয় বাড়াতে হলে নিয়মিত ও মানসম্মত কনটেন্ট প্রকাশ করতে হবে।
প্রতিদিন বা নির্দিষ্ট বিরতিতে কনটেন্ট আপলোড করুন
লাইভ ভিডিওর মাধ্যমে দর্শকদের সঙ্গে সরাসরি যুক্ত হোন
কমেন্টের জবাব দিন, দর্শকের সঙ্গে আলাপ চালিয়ে যান
ছোট, আকর্ষণীয় ও ট্রেন্ডিং কনটেন্ট দিয়ে রিলস তৈরি করুন
কনটেন্টের মান ও সতর্কতা
মনিটাইজেশন চালু থাকলেও নীতিমালা ভাঙলে তা বন্ধ হয়ে যেতে পারে।
অন্যের ছবি, ভিডিও বা গান অনুমতি ছাড়া ব্যবহার করবেন না
সহিংসতা, ঘৃণা, বর্ণবাদ বা আক্রমণাত্মক কনটেন্ট এড়িয়ে চলুন
দুর্ঘটনা, খুন বা রক্তাক্ত দৃশ্য প্রকাশ থেকে বিরত থাকুন
ভুল তথ্য বা গুজব ছড়াবেন না
এছাড়া ফেসবুক স্টোরি থেকেও আয়ের সুযোগ রয়েছে, তবে নীতিমালা লঙ্ঘন করলে সেই সুবিধা হারাতে হবে।
মনিটাইজেশনের ধাপ ও অর্থ উত্তোলন
ফেসবুক মনিটাইজেশনের বিভিন্ন ধাপ রয়েছে—
৩–৫ মিনিটের ভিডিওতে ইন-স্ট্রিম বিজ্ঞাপন
পোস্টে ‘স্টার’ উপহার পাওয়ার সুযোগ
অন্যান্য কনটেন্টভিত্তিক আয়
আয় উত্তোলনের জন্য ‘পেআউট’ সেটআপে ব্যাংক তথ্য ও টিআইএন সার্টিফিকেটের তথ্য দিতে হবে। ১০০ ডলার জমলেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তবে লাইক, ওয়াচ টাইম বা ফলোয়ার বাড়ানোর নামে অর্থ হাতিয়ে নেওয়ার প্রতারণা থেকে সাবধান থাকতে হবে।