রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে এক চীনা নাগরিকের আর্তনাদ ও কান্নাকাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ উঠেছে ওই ব্যক্তির মোবাইল ফোন ছিনতাইয়ের। তবে শনিবারের (৯ আগস্ট) এ ঘটনায় পুলিশের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।
রোববার (১০ আগস্ট) এ বিষয়ে সময় সংবাদের সঙ্গে কথা হয় ওসি জয়নাল আবেদিনের।
তিনি জানান, ওই চীনা নাগরিক বিভিন্ন সময় ট্রেনের ছাদে চলাচল করে ভ্লগের কাজ করতেন। যদিও তাকে বিভিন্ন সময় এ বিষয়ে সতর্ক করা হয়েছে। এরইমধ্যে শনিবার তিনি ট্রেনের ছাদে চড়ে দৃশ্য ধারণের সময় মোবাইল ফোন হারান। পরে তিনি ট্রেনের নিচে নেমে মোবাইল ফোন ফিরিয়ে দেয়ার আকুতি জানান। ওই দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ওসি জয়নাল আরও বলেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্তের চেষ্টা করছি। তবে ওই চীনা নাগরিক কোনো অভিযোগ না করায় তার সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। ভুক্তভোগী ব্যক্তি পুলিশের সঙ্গে যোগাযোগ করলে কাজ সহজ হতো বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, বিদেশি ওই ব্যক্তি স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটু গেড়ে বসে ট্রেনের ছাদে থাকা কিছু মানুষের উদ্দেশে কিছু একটা বলছেন। এ সময় তার আশাপাশে অনেক মানুষ দেখা যায়। এদিকে ওই ভিডিওতে নেটিজেনরা বিভিন্ন রকমের মন্তব্য করেছেন। অনেকে মোবাইলটি উদ্ধারে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।