Wednesday, August 13, 2025

ঘরে বসেই জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবি বদলাবেন যেভাবে

আরও পড়ুন

আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডের ছবি অসুন্দর বা অস্পষ্ট? ছবিটি নতুন করে আপলোড করার প্রয়োজন অনুভব করছেন? যদি তাই হয়ে থাকে তাহলে আপনি ঘরে বসেই অনলাইনে এনআইডির ছবি পরিবর্তন করতে পারবেন।  শুধু ছবি নয়, চাইলে এনআইডির অন্য পুরোনো তথ্যও হালনাগাদ করা যায়। 

এনআইডির ছবি ও তথ্য পরিবর্তনের অনলাইন পদ্ধতি

জাতীয় পরিচয়পত্রের ছবি বা তথ্য হালনাগাদ করতে প্রথমে নির্বাচন কমিশনের এনআইডি বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট https://services.nidw.gov.bd/registration এ যেতে হবে। ওয়েবসাইটে প্রবেশের সময় ফায়ারফক্স ব্রাউজারে ‘This Connection is Untrusted’ লেখা আসতে পারে।  সেক্ষেত্রে I Understand the Risks → Add Exception → Confirm Security Exception এ ক্লিক করলে ওয়েবসাইটটি ওপেন হবে।

আরও পড়ুনঃ  ৫ আগস্ট সরকারি ছুটি: বন্ধ থাকবে ব্যাংকসহ যেসব প্রতিষ্ঠান

এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আপনার এনআইডি কার্ডের তথ্য এবং মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড ব্যবহার করে লগইন করতে হবে।

রেজিস্ট্রেশন ধাপসমূহ

১. প্রয়োজনীয় তথ্য পূরণ করে নিবন্ধন করুন।
২. মোবাইল নম্বরে পাওয়া এক্টিভেশন কোড দিয়ে লগইন করুন।
৩. তথ্য পরিবর্তনের ফর্ম পূরণ করে প্রিন্ট করুন।
৪. প্রিন্টকৃত ফর্মে স্বাক্ষর করে স্ক্যান কপি আপলোড করুন।
৫. প্রয়োজনীয় দলিলাদি কালার স্ক্যান করে অনলাইনে জমা দিন।
৬. ‘রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে চাই’ অপশনে ক্লিক করুন।

আরও পড়ুনঃ  ভারী বৃষ্টিপাত নিয়ে আরও বড় দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

ফর্ম পূরণে প্রয়োজনীয় তথ্য: এনআইডি নম্বর (১৩ সংখ্যার হলে জন্মসালসহ লিখতে হবে, যেমনঃ ১৯৯০১২৩৪৫৬৭৮৯১০০০), জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, বর্তমান ও স্থায়ী ঠিকানা (ভোটার হবার সময় যা দিয়েছিলেন), পাসওয়ার্ড (৮ অক্ষরের, বড় হাতের অক্ষর ও সংখ্যা মিলিয়ে; উদাহরণ- NIDhelp2020), ক্যাপচা পূরণ করে ‘রেজিস্টার’ বাটনে ক্লিক।  রেজিস্ট্রেশনের পরে মোবাইলে ভেরিফিকেশন কোড পাঠানো হবে, যা নির্দিষ্ট বক্সে বসিয়ে ‘রেজিস্টার’ বাটনে ক্লিক করতে হবে।  কোড না এলে ‘পুনরায় কোড পাঠান (SMS)’ অপশনে ক্লিক করুন।

আরও পড়ুনঃ  ওএসডি ৭৬ পুলিশ কর্মকর্তাকে যে কারণে ঢাকার বাইরে বদলি

সফল রেজিস্ট্রেশনের পর লগইন অপশন আসবে।  লগইন করতে হবে এনআইডি নম্বর, জন্মতারিখ, পাসওয়ার্ড এবং মোবাইল/ইমেইলের মাধ্যমে পাওয়া ভেরিফিকেশন কোড দিয়ে।

ফর্ম পূরণে জন্য লগইনের পর নির্বাচন কমিশনের কাছে সংরক্ষিত আপনার সকল তথ্য দেখতে পারবেন।  প্রয়োজন অনুযায়ী যেকোনো তথ্য হালনাগাদ করতে পারবেন এবং ছবি পরিবর্তনও করতে পারবেন।  এই পুরো অনলাইন প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে আনুমানিক ৩০ মিনিট।

সূত্র: টেকটিউনস

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ