Tuesday, August 12, 2025

ইসরাইলের জন্য লুকিয়ে অস্ত্র আনা সৌদি জাহাজ ইতালিতে আটক

আরও পড়ুন

ইহুদিবাদী ইসরাইলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র বহনকারী সৌদি আরবের একটি জাহাজ ইতালির জেনোয়া বন্দরে আটকে দিয়েছেন সেখানকার কর্মীরা। বাহরি ইয়ানবু নামের এ জাহাজটি গত শুক্রবার (৮ আগস্ট) বন্দরে পৌঁছায়। পরিকল্পনা ছিল, জেনোয়া থেকে অস্ত্র বোঝাই করে তা আবুধাবিতে নেওয়া হবে।

দ্য ক্রেডেলের প্রতিবেদনে বলা হয়, বন্দরকর্মীরা জানতে পারেন, জাহাজটিতে ইতোমধ্যেই অস্ত্র ও গোলাবারুদ রয়েছে, যা ইসরাইলে পৌঁছানোর কথা। এরপর প্রায় ৪০ জন কর্মী জাহাজে প্রবেশ করে অস্ত্রের উপস্থিতি নিশ্চিত করেন। জেনোয়ায় আসার আগে জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গিয়েছিল এবং সেখান থেকেই অস্ত্র বোঝাই করা হয়।

আরও পড়ুনঃ  কক্ষপথে রাশিয়ার ‘অস্ত্রবাহী’ স্যাটেলাইট, বিশ্বের জন্য ভয়ানক বার্তা

জেনোয়ার ‘অটোনোমাস কালেক্টিভ অব পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়ন’-এর সদস্য জোসে নিভোই বলেন, ‘আমরা যুদ্ধের জন্য কাজ করি না।’ তিনি জানান, এই ঘটনাকে ‘অস্ত্র চোরাচালান’ হিসেবে ধরে জেনোয়া বন্দর কর্তৃপক্ষ ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে।

এর আগে ২০১৯ সালেও জেনোয়া বন্দরের কর্মীরা একইভাবে অস্ত্রবাহী একটি জাহাজ আটকে দিয়েছিলেন। গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যা চলমান থাকায় ইউরোপের বিভিন্ন দেশের বন্দরকর্মীরা ইসরাইলমুখী অস্ত্র সরবরাহ ঠেকাতে সক্রিয় হয়েছেন।

আরও পড়ুনঃ  ‘এক টুকরো রুটি চেয়েছিল, না খেয়েই মরে গেল’

সম্প্রতি, ৪ জুন ফ্রান্সের ফোস-মার্সেই বন্দরের কর্মীরাও ইসরাইলের জন্য আনা অস্ত্র উপকরণ জাহাজে তুলতে অস্বীকৃতি জানান, ফলে জাহাজটি বোঝাই না করেই ফিরে যায়।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ