Monday, August 11, 2025

‘কালোজাদু’ করায় তান্ত্রিককে গলা কেটে হত্যা!

আরও পড়ুন

চট্টগ্রামের ফটিকছড়িতে আবুল মনছুর (৪৮) এক তান্ত্রিক বৈদ্যকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মুহাম্মদ আবু মুছা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মুছা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন এবং পুলিশকে জানিয়েছেন, ‘কালোজাদু’র মাধ্যমে পরিবারের সদস্যদের শারীরিক ক্ষতি এবং ব্যবসায়িক ক্ষতি করায় ক্ষোভ থেকেই ওই তান্ত্রিককে হত্যা করেছেন তিনি। 

সোমবার (১১ আগস্ট) ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, শনিবার (৯ আগস্ট) ফটিকছড়ি পৌরসভার আন্ডা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মুহাম্মদ আবু মুছাকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, ব্যাখ্যা দিল হাসপাতাল কর্তৃপক্ষ

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হত্যার বিষয় স্বীকার করে মুহাম্মদ আবু মুছা পুলিশকে জানান, গত ৬ আগস্ট রাত ৯টার দিকে আবু মছা এবং তার এক সঙ্গীসহ মোটরসাইকেলে করে চিকিৎসা নেওয়ার কথা বলে তান্ত্রিক আবুল মনছুরের ঘরে প্রবেশ করেন। পরে সুযোগ বুঝে ধারালো দা দিয়ে আবুল মনছুরকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান তারা।

খবর পেয়ে শুক্রবার (৮ আগস্ট) ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া আদর্শ গ্রামে ভিকটিমের নামে সরকারি বরাদ্দকৃত একটি বসতঘরে তালাবদ্ধ অবস্থায় দেহ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়া মাথাসহ লাশ উদ্ধার করা হয়। নিহত আবুল মনছুর হারুয়ালছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খামারিপাড়ার শফি আলমের ছেলে।

আরও পড়ুনঃ  ১৭ বছরের কিশোরের সঙ্গে পালান ৪০ বছরের গৃহবধূ, ৯দিনেও মেলেনি খোঁজ

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, তান্ত্রিক আবুল মনছুর হত্যা মামলার অন্যতম আসামি মুহাম্মদ আবু মুছাকে গ্রেপ্তার করা হয়েছে। সে হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। 

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ