Sunday, August 10, 2025

ওয়াই-ফাই রাউটার সারারাত চালালে বিদ্যুৎ খরচ কেমন হয়?

আরও পড়ুন

বাড়িতে এখন প্রায় সবাই ওয়াই-ফাই ব্যবহার করেন। দিনরাত ২৪ ঘণ্টা চালু থাকে রাউটার। অনেকে আবার রাতে ঘুমানোর আগে বন্ধ করে দেন। তাতে একটি প্রশ্ন থেকে যায়, সারারাত রাউটার চালু রেখে কোনো ডিভাইস না চালালে বিদ্যুৎ খরচ কেমন হয়?

বাড়িতে নানান ধরনের বৈদ্যুতিক ডিভাইস ব্যবহার করেন। মাস শেষে বিদ্যুৎ বিল দেখে মাথায় হাত। তাই কোন ডিভাইসে কতটুকু বিদ্যুৎ খরচ হয় জানা থাকলে ব্যবহারে পরিবর্তন আনতে পারবেন। এতে বিদ্যুৎ খরচ কিছুটা হলেও কমানো সম্ভব।

আরও পড়ুনঃ  সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

একটি ওয়াই-ফাই রাউটারের বিদ্যুৎ খরচ খুব বেশি না। এসব রাউটার সাধারণত ৫ থেকে ২০ ওয়াটের হয়ে থাকে। সুতরাং খুব বেশি বিদ্যুৎ খরচ করে না।

ধরুন আপনার বাড়ির রাউটার মাসে গড়ে ১০ ওয়াট বিদ্যুৎ খরচ করে, তাহলে মোট ২৪×৩০ = ৭২০ ঘণ্টা চলবে মাসে। বিদ্যুৎ খরচ দাঁড়ায়, ১০×৭২০ ওয়াট বা ঘণ্টা=৭,২০০ ওয়াট বা ঘণ্টা। ৭,২০০÷১০০০ ইউনিট=৭.২ ইউনিট।

এবার বিদ্যুৎ বিল প্রতি ইউনিট যদি হয় ৭ টাকা ৫০ পয়সা তাহলে ফ্যানের এক মাসে খরচ হবে ৭.২×৭.৫০ = ৫৪ টাকা। রাতের ১২ ঘণ্টা বন্ধ রাখলে বিদ্যুৎ খরচ হবে এর অর্ধেক, অর্থাৎ ২৭ টাকা।

আরও পড়ুনঃ  সোহাগ হত্যা: বিএনপির পক্ষ থেকে নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা

অনেক কম খরচের ফলে রাতে বন্ধ করে শুয়ে পড়ুন কিংবা চালিয়ে মাসের শেষে বিদ্যুতের বিলে সেভাবে বড় বদল কিছু চোখে পড়বে না আপনার। তবে বিশেষজ্ঞদের মতে ওয়াই-ফাই রাউটার বারবার বন্ধ ও চালু করলে এর কার্যক্ষমতা নষ্ট হতে পারে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ