দ্রুতগামী একটি ট্রাকের চাপায় স্ত্রী প্রাণ হারানোর পর সাহায্য চাইছিলেন স্বামী। কিন্তু তার আর্তনাদ যেন নজরে পড়েনি কারোই। একপর্যায়ে বাধ্য হয়ে নিজের মোটরসাইকেলেই স্ত্রীর মরদেহ বেঁধে রওনা হন ৩৫ বছর বয়সি ওই ব্যক্তি।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের নাগপুরে। ওই ব্যক্তির নাম অমিত যাদব বলে জানা গেছে। সামাজিক মাধ্যমেও এ ঘটনার হৃদয়বিদারক এক ভিডিও ভাইরাল হয়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, নাগপুর-জব্বলপুর জাতীয় মহাসড়কে মোটরসাইকেলে নিজের স্ত্রীর মৃতদেহ বহন করে নিয়ে যাচ্ছেন অমিত।
জানা গেছে, ভিডিওটি পুলিশই ধারণ করেছে, যারা পরে ওই মোটরসাইকেলটিকে থামায়।
এনডিটিভি জানায়, গেল ৯ আগস্ট ঘটনাটি ঘটে। সেদিন ওই দম্পতি নাগপুরের লোনারা থেকে মধ্যপ্রদেশের করণপুরে যাচ্ছিলেন। কিন্তু মোরফাটার কাছে একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয় এবং গায়ারসি নামে ওই নারী রাস্তায় পড়ে যান। এসময় ট্রাকটি না থেমে উল্টে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই নারীর স্বামী পথচারীদের কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কেউই থামেনি। সাহায্য না পেয়ে অমিত তার স্ত্রীর মরদেহ নিজের বাইকের সাথে বাঁধেন, মধ্যপ্রদেশে তাদের গ্রামে নিয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ পরেই, একটি পুলিশ ভ্যান তাকে অনুসরণ করে থামায়।
মরদেহ ময়নাতদন্তের জন্য নাগপুরের ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। কর্মকর্তাদের মতে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।
কর্মকর্তারা আরও জানান, ওই দম্পতি নাগপুরের লোনারায় থাকতেন। কিন্তু তারা মূলত মধ্যপ্রদেশের সিওনির বাসিন্দা।
সূত্র: এনডিটিভি