Thursday, August 14, 2025

‘আপনাকে যে বসাইছে তার কলিজা খুলিয়ালামু, আপনার কলিজাও খুলবো’

আরও পড়ুন

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলামকে ‘কলিজা খুলে নেওয়ার হুমকি’ দেওয়ার একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল ওই কল রেকর্ডটি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গফুর ভূইয়ার বলে দাবি করা হচ্ছে। তবে বিএনপি নেতা আব্দুল গফুর ভূইয়া ওই কল রেকর্ডকে এডিটেড বলে দাবি করেছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল থেকে ওই কল রেকর্ডটি ভাইরাল হয়। আব্দুল গফুর ভূইয়া কুমিল্লার নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য।

১ মিনিট ৫২ সেকেন্ডের ভাইরাল ওই কল রেকর্ডে আব্দুল গফুর ভূইয়াকে চিৎকার করে কথা বলতে শোনা যায়- ‘মিডিয়া সেলের সদস্য এখন নাই, এখন নাই সে।’

এ সময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামসুল ইসলামকে বলতে শোনা যায়- ‘সে আমার কাছে এসে আমাকে পরিচয় দিয়েছে।’ তাৎক্ষণিক গফুর ভূইয়া বলে ওঠেন, ‘পরিচয় দেক, পরিচয় দিলেও একজন সংসদ সদস্যকে আপনি অপমান করতে পারেন না। আমি আপনার অফিসে আছি, আপনাকে অপমান করব। আপনার কত বড় কইলজা অইছে আমি দেখমু আপনারে। আপনারা কে এখানে বসাইছে আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলবো। বেয়াদবির একটা সীমা আছে। একটা টোকাইর ইয়া নিয়েছেন আপনে। সে একজন কোঅর্ডিনেটর, সে চাকরি করে এখানে, টোকাই।’

আরও পড়ুনঃ  স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য, একসঙ্গে নাস্তা করার পরই ৮ টুকরো করে হত্যা!

এ সময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামসুল ইসলামকে বলতে শোনা যায়, ‘উনি পরিচয় দিয়েছেন আমাকে উনি খালেদা জিয়ার প্রেস…’। এ কথা বলার সাথে সাথে গফুর ভূইয়া বলে উঠেন, ‘ঠিক আছে, ঠিক আছে আপনি আমাকে বলতেন যে এরকম একটা তদবির আছে ইয়া আছে, ওখানে তো সে ঢুকতে পারবে না। তার ভাই ঢুকতে পারবে না, আপনি ভেজাল লাগাইছেন। একজন ইয়া করি আপনি এটার দায় দায়িত্ব নিতে হবে। আমি কালকে আপনার বিরুদ্ধে মামলা করব। কত বড় সাহস আপনার আমি দেখে নেব আপনাকে। এখন যদি ফেরত না আনেন ওই কুত্তার বাইচ্চাকে বলেন, বাস্টার্ডকে বলেন, কিসের কোঅর্ডিনেটর তুমি। ইয়া দেখাও, ডকুমেন্ট দেখাও শুয়োরের বাইচ্চাকে। আপনাকে আমি বলছি আপনি এটা সুন্দরভাবে করেন না হলে কিন্তু আপনার ক্ষতি হবে। আপনি অপমানিত হবেন। আমি আপনাকে দেখে নেব। আমি টোকাই না। আই অ্যাম নট কাউ বয়। আই ওয়াজ ল মেকার, আই নো অল। কুত্তার বাইচ্চা ডিসি…শুয়োরের বাইচ্চা।’ এরমধ্যেই কলরেকর্ডটি শেষ হয়।

আরও পড়ুনঃ  এইমাত্র পাওয়া: সাংবাদিকের পা ইট দিয়ে থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

ভাইরাল ওই কল রেকর্ডের বিষয়বস্তু কী ছিল তা জানা যায়নি।

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলাম বলেন, আমি একটা মিটিংয়ে আছি। এ বিষয়টি নিয়ে আমার কোনো মন্তব্য নেই।

ভাইরাল কল রেকর্ড সঠিক কিনা এমন প্রশ্নে শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন, আমি বললাম তো আপনাকে, এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না। আপনার যা বুঝে নেওয়ার বুঝে নেন।

বিএনপি নেতা আব্দুল গফুর ভূইয়া ঢাকা বলেন, কল রেকর্ডটি আমি শুনেছি। এটি আমার কল রেকর্ড না। এটাকে এডিট করি করছে- বলেই মোবাইল সংযোগ কেটে দেন তিনি।

আরও পড়ুনঃ  স্বামীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে, প্রাণ গেল স্ত্রীর

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন বলেন, এ বিষয়টি আমি অবগত নই। তবে এটি যদি হয়ে থাকে তবে তা দুঃখজনক ব্যাপার। এটা হওয়া উচিত না।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ