Thursday, August 14, 2025

‘৫ আগস্ট পুলিশের পোশাক পরা কয়েকজন হিন্দিতে কথা বলেছেন’

আরও পড়ুন

গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশের পোশাক পরা কয়েকজন হিন্দিতে কথা বলছেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দেওয়া সাক্ষ্যে জানিয়েছেন একজন সাক্ষী। শহীদ আহমেদ নামের এই সাক্ষী জানান, সেদিন সেখানে পুলিশের গুলিতে তার ভাতিজা ইয়াকুব নিহত হন।

এদিকে, আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। ২১ আগস্ট অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে আদেশ দেবেন ট্রাইব্যুনাল-২।

গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে ৬ জনকে হত্যার মামলায় বুধবার তৃতীয় দিনে সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে আরও ৩ জনের। এরা হলেন শহীদ ইসমামুল হকের ভাই মহিদুল হক, শহীদ ইয়াকুবের মা রহিমা আক্তার এবং তাদের প্রতিবেশী চাচা শহীদ আহমেদ।

আরও পড়ুনঃ  অপেক্ষা করতে করতে হাসপাতালের বারান্দায় ২ নারীর সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু

শহীদ তার সাক্ষ্যে জানান, ৫ আগস্ট সকাল ১১টার দিকে তিনি চানখারপুলে ছিলেন। সেখানে অনেক পুলিশকে গুলি করতে দেখেছেন। তখন পুলিশের পোশাক পরা লোকদের হিন্দিতে কথা বলতেও শুনেছেন তিনি। কিছুক্ষণ পর ওই এলাকা থেকে তিনি তার ভাতিজা ইয়াকুবকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ‘একজন সাক্ষী, প্রত্যক্ষদর্শী আমাদের বলেছেন যারা গুলি করছিলেন তারা হিন্দিতে কথা বলছিলেন, একজন। এবং কী শব্দ সেটাও বলেছেন। এটা ডিফেন্স চ্যালেঞ্জ করেছে। কিন্তু উনি সরাসরি উত্তর দিয়েছেন, না আমি শুনেছি। “ইধার আও” শব্দ প্রয়োগ করেছেন। সাক্ষী একটা কথা বলেছেন, চুলচেরা বিশ্লেষণ এবং আইও (তদন্ত কর্মকর্তা) সাক্ষী হওয়ার পরে যখন আর্গুমেন্ট হবে তখন বলব।’

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ