সেলাঙ্গরের একটি শহরে ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনায় মালয়েশিয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বুধবার (১৩ আগস্ট) সকালে এক চীনা তরুণী ধারালো অস্ত্র নিয়ে অন্তত ৬ জনকে আহত করেন। এ সময় ওই তরুণী চিৎকার করে বলেন, ‘আমি মালয়েশিয়াকে ঘৃণা করি’। ঘটনাটি সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে এবং সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, হামলাকারী ২৪ বছর বয়সী তরুণী, যিনি স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী । প্রাথমিক তদন্তে জানা গেছে, মানসিক চাপে ভুগছিলেন তিনি। হামলার আগে ওই নারী বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে একটি ট্রাফিক সিগন্যালে তিনটি মোটরসাইকেলে ধাক্কা দেন। এরপর তিনি কাছের একটি শপিং সেন্টারে গিয়ে হাতে ছুরি নিয়ে উপস্থিত মানুষের ওপর হামলা চালান। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শপিং সেন্টারের একটি জেলাটো দোকানের ভেতরে কয়েকজন পথচারী মিলে ওই নারীকে মাটিতে চেপে ধরেছেন। এ সময় তাকে মান্দারিন ভাষায় চিৎকার করে বলতে শোনা যায়, ‘এটা ন্যায্য নয়’, ‘আমাকে মেরে ফেলো’ এবং ‘আমি মালয়েশিয়াকে ঘৃণা করি’।
এটি মালয়েশিয়ায় এক মাসের মধ্যে চীনা শিক্ষার্থীর জড়িত দ্বিতীয় ছুরিকাঘাতের ঘটনা। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে এবং আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।