Thursday, August 14, 2025

ঘরে ডাকাত ঢুকেই বলে ‘সিসি ক্যামেরা কেন লাগিয়েছিস’, অতঃপর…

আরও পড়ুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মাদ্রাসাপাড়া এলাকায় মুখোশধারী সশস্ত্র ডাকাতদের হামলায় এক পরিবারের সর্বস্ব লুট হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে তিনটার দিকে ১০-১২ জনের ডাকাতদল টিনশেড সেমিপাকা বাড়িতে হানা দেয়।

গৃহকর্তা জালাল উদ্দিন জানান, বাড়ির গেইটে দুটি ও জানালার ওপরে একটি মোট তিনটি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। ডাকাতরা মূল দরজা দিয়ে প্রবেশ না করে জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে এবং প্রথমেই ক্যামেরার সংযোগ কেটে দেয়। পরে ভেতরে থাকা দুই ডাকাত দরজা খুলে বাইরে অপেক্ষমাণ বাকিদের ঢুকিয়ে দেয়।

আরও পড়ুনঃ  এক নারী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের একটি কক্ষে আটকে রাখে তারা। এসময় এক ডাকাত ক্ষোভ প্রকাশ করে জালাল উদ্দিনকে থাপ্পড় মেরে বলে, ‘পুরো ঘরে সিসি ক্যামেরা কেন লাগিয়েছিস?’

ডাকাতরা তিন ভাইয়ের রুমে থাকা আলমারির চাবি নিয়ে প্রায় ৫-৬ ভরি স্বর্ণালঙ্কার, প্রায় দুই লাখ টাকা এবং তিনটি মোবাইল ফোন লুট করে। পুরো ডাকাতি চলে প্রায় ২৫-৩০ মিনিট।

বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া থানার উপপরিদর্শক সোহবার সাকিব। তিনি জানান, ঘটনাস্থলে ডাকাতির কিছু আলামত পাওয়া গেছে এবং পুলিশ বিভিন্নভাবে তদন্ত করছে।

আরও পড়ুনঃ  সরকারি গোপনীয় নথিপত্রের ছবি তুলছিলেন আ.লীগ নেতা, অতঃপর...

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ