Friday, July 18, 2025

সরকারি গোপনীয় নথিপত্রের ছবি তুলছিলেন আ.লীগ নেতা, অতঃপর…

আরও পড়ুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ভূমি অফিসে সরকারি গোপনীয় স্পর্শকাতর নথিপত্রের ছবি তোলার সময় এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভ্রাম্যমাণ টিম।

আটক ব্যক্তির নাম নাজিম উদ্দিন রানা (৪২)। তিনি বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর রোড় পাড়া এলাকার বাসিন্দা।

রানা লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়া তিনি লামা উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি, ছাত্রলীগের আজিজনগর সাংগঠনিক উপজেলার সাবেক সভাপতি ও বান্দরবান জেলা সাবেক কৃষক লীগ সদস্য।

আরও পড়ুনঃ  যশোরে নারীসহ রেস্ট হাউজে ওসি, আটক করে চাঁদা দাবি ছাত্রদল নেতার

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা ভূমি অফিস থেকে তাকে হাতেনাতে আটক করে লোহাগাড়া থানায় সোপর্দ করা হয়। মঙ্গলবার সকালে তাকে চট্টগ্রাম আদালতে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, সোমবার (১৪ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার লোহাগাড়া ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় রানা ভূমি অফিসের বিভিন্ন গোপনীয় স্পর্শকাতর নথিপত্রের ছবি তুলছিলেন এবং বিভিন্ন ফাইল ঘাটাঘাটি করছিলেন। তার কার্যক্রম সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। পরে তাকে লোহাগাড়া থানা পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়।

আরও পড়ুনঃ  অধ্যক্ষ পদের দাবিদার দুজন, চেয়ার দখলে চলছে টানাটানি

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রানার বিরুদ্ধে বন বিভাগের পাঁচটি মামলা রয়েছে। সংরক্ষিত বনাঞ্চল জমি দখল করে তিনি পাঁচটি মাছের ঘের করেছেন। তার এক খালাত ভাইয়ের নামে মাছের ঘের রয়েছে আরও ৭টি। তিনি প্রভাব খাটিয়ে সংরক্ষিত বনাঞ্চলের অনেক সেগুন গাছ কেটে নিয়ে গেছেন। এছাড়া চুনতি অভয়ারণ্যের জায়গা দখল করে পাকা বাড়ি নির্মাণ করতে গেলে বন বিভাগ তা উচ্ছেদ করে।

আরও পড়ুনঃ  অটোরিকশা থেকে নেমেই বোরকা পরা অস্ত্রধারীদের গুলি, যুবদল কর্মী নিহত

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রবিউল আলম খান জানান, রানার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট আইনে মামলা করা হয়েছে। তাকে মঙ্গলবার চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

এমএইচটি

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ