Friday, July 18, 2025

রাজাকার’ স্লোগানের ফাঁদে এবার আ.লী‌গের মত ধ্বংস হ‌বে বিএন‌পি

আরও পড়ুন

“যে ‘রাজাকার’ স্লোগানের ফাঁদে পড়ে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, সেই পথেই হাঁটছে বিএনপিও”—এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর সিএমবি মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি এখন স্লোগান দেয় ‘এই দেশে রাজাকার থাকবে না’।

অথচ বিএনপির ইতিহাসে এক নম্বর রাজাকার শাহ আজিজ, যিনি জিয়াউর রহমানের আমলে প্রধানমন্ত্রী হয়েছিলেন। ইতিহাস ভুলে এমন স্লোগান দেওয়া নিজের পায়ে কুড়াল মারা।”

আরও পড়ুনঃ  নির্বাচনে কত শতাংশ ভোট পাবে বিএনপি, যা জানাল জরিপ

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ যেমন ‘রাজাকার’ স্লোগানের রাজনীতিতে পড়ে জনবিচ্ছিন্ন হয়েছে, বিএনপিও সেই একই পথে হাঁটছে। তারা জানেই না তাদের দলের ভিতরে কাদের ইতিহাস আছে, কতজন রাজাকার ছিলেন মন্ত্রী হিসেবে। এই অজ্ঞতা ও রাজনৈতিক সুবিধাবাদ একসময় তাদের রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস করবে।”

ফয়জুল করীম রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন এবং ইসলামবিরোধী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা নূরুল করীম আকরাম ও ডা. নাসির উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকী এবং সঞ্চালনা করেন ত্রিশাল উপজেলা সভাপতি মাওলানা ইব্রাহীম খলিলুল্লাহ।

আরও পড়ুনঃ  বিদেশি অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

বক্তারা বলেন, “ইতিহাস বিকৃতি ও সস্তা স্লোগানে নয়, ইসলামি আদর্শ ও ন্যায়বিচারের পথেই রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে।” জনসভাটি ছিল ইসলামী আন্দোলনের মাঠ পর্যায়ে প্রভাব বিস্তারের আরও একটি সক্রিয় প্রচেষ্টা।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ