Tuesday, August 19, 2025

বিদেশি অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

আরও পড়ুন

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা খোকনকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

গ্রেপ্তার খোকন মিয়া (৫৫) পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে।

সেনা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারে, চাঁনপুর এলাকার খোকন মিয়া অবৈধ একটি পিস্তল এক শিশুর মাধ্যমে পাশের বাড়ির জহিরুল হকের বাসায় পাঠান। পরে অভিযান চালিয়ে জহিরুল হকের বাসা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  জামায়াতের সমাবেশে যাচ্ছে না বিএনপি

জিজ্ঞাসাবাদে জহিরুল হক স্বীকার করেন পিস্তলটি খোকন মিয়ার। বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া যায় অস্ত্রটির প্রকৃত মালিক খোকন মিয়া।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম জানান, গ্রেপ্তার খোকন মিয়ার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ