বিপুল পরিমাণ অস্ত্রসহ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার এবং রাজশাহী সিটির সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
শনিবার (১৬ আগস্ট) সকালে নগরীর কাদিরগঞ্জে ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তাকেসহ আরও দুজনকে গ্রেফতার করা হয়। কোচিংটি অনিন্দ্যই পরিচালনা করতেন।
পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ১১টি বোমা নিষ্ক্রিয় করে বলে আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য জানিয়েছেন। সেনাবাহিনী সেখানে অভিযান চালানোর সময় স্থানীয় জনতা ও কোচিংটির কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলের পুকুরপাড়ে জড়ো হন।
একজন শিক্ষার্থী ঢাকা মেইলকে বলেন, ‘অনিন্দ্য ভাইয়া অনেক ভালো ক্লাস নিতেন। ইংলিশ ভালো পারতেন তিনি। আমি বর্তমানে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। ভাইয়া আমাদের ও ফার্স্ট ইয়ারের ক্লাস নিতেন। খুব স্টাইলিশ লুক ছিল তার। রাজশাহী শহরের সেরা ১০ জনের মধ্যে একজন স্টাইলিশ ছিলেন তিনি।’
ওই শিক্ষার্থী আগেও অনিন্দ্যর কক্ষে অস্ত্রগুলো দেখেছেন বলে জানান। তিনি বলেন, ‘ভাইয়ার অফিস রুমে বেশ কয়েকবার আমি ঢুকেছি। তখন পিস্তল ও রিভলভার দেখেছিলাম। তবে সেগুলো লাইসেন্সধারী ছিল বলে জানতাম। আরও কী কী ছিল, সেগুলো নিয়ে নিশ্চিত নই। রুমটা অন্যরকম ছিল।’
অনিন্দ্য গ্রেফতার হওয়ায় আনন্দ প্রকাশ করে ইন্টারমিডিয়েট পড়ুয়া ওই শিক্ষার্থী আরও বলেন, ‘কী মজা! ভালোই হলো, অনিন্দ্য ভাইয়া কট, আর ইংলিশ ক্লাস করতে হবে না। অনেক ভালোই লাগছে।’
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান সাংবাদিকদের বলেন, অস্ত্রগুলো হস্তান্তর করা হলে আমরা আনুষ্ঠানিকভাবে সব জানানো হবে।