আগামী নির্বাচনে আসন ভাগাগভাগি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রোববার (১৭ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।
আসন ভাগাভাগি বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, এ মুহূর্তে আসন ভাগাভাগির কোনো বিষয় নেই। যুগপৎ আন্দোলনে যারা একসঙ্গে ছিলেন, তারা সবাই ভোটে অংশ নেবেন। তবে এখনো দলে আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়নি; তপশিল ঘোষণার পর এ বিষয়টি আলোচনার জন্য আসবে।
ফেব্রুয়ারিতে ভোট আয়োজন নিয়ে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, যারা বলছে ফেব্রুয়ারিতে ভোট হবে না, সেটা তাদের বিষয়। কিসের ভিত্তিতে বা কোন ক্ষমতায় তারা এটি বলছে, তা বিএনপির জানা নেই।
তিনি বলেন, না ভোট সংক্রান্ত কোনো প্রস্তাব বিএনপি থেকে দেওয়া হয়নি এবং আমাদের দেশে কোনো না ভোট হওয়ার অবস্থা তৈরি হবে না বলেও জানান তিনি।
সিইসির সঙ্গে বৈঠকে ভোট আয়োজন ও নিরপেক্ষতার পাশাপাশি সামগ্রিক নির্বাচনী প্রস্তুতি বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম খান বলেন, সীমানা নির্ধারণ, রাজনৈতিক দলের আচরণবিধি এবং ভোটের মাঠের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। তারা জানতে চেয়েছেন, সীমানা পুনঃনির্ধারণের প্রক্রিয়া কিসের ভিত্তিতে হচ্ছে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী সম্পর্কেও আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে এবং প্রয়োজনে আরও বেশি সেনা সদস্য মোতায়েন করা হবে। প্রয়োজনে নৌবাহিনী ও কোস্টগার্ডও দায়িত্বে থাকবে বলেও জানানো হয়েছে।
প্রবাসীদের ভোট নিশ্চিতকরণের বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, সাধারণ পাসপোর্টধারীদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া সীমানা নির্ধারণে ভৌগলিক অখণ্ডতা, জেলা ও ভোটার সংখ্যার ভিত্তিতে এটি করা হচ্ছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
বিস্তারিত আসছে…