আগামী কাল ১৯ জুলাই ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিতে গাজীপুর মহানগর জামায়াত থেকে প্রায় দেড় লক্ষ নেতাকর্মী প্রস্তুতি নিচ্ছেন। নেতাকর্মীদের সমাবেশস্থলে পৌঁছাতে ৫০০ বাস এবং ১৫০টি ট্রাক-পিকআপ ভাড়া করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক নেয়ামত উল্লাহ শাকের।
তিনি জানান, ‘আমরা ইতোমধ্যে পরিবহন ব্যবস্থা সম্পন্ন করেছি। যানবাহনের এই বহরের বাইরেও বহু নেতাকর্মী বাইকযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন। আমাদের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। ১৯ জুলাই বাংলাদেশ সাক্ষী হবে লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির।’
নেতাকর্মীদের এমন সংগঠিত প্রস্তুতির মাধ্যমে দীর্ঘদিন পর রাজধানীর রাজপথে জামায়াতে ইসলামীর শক্ত উপস্থিতি ঘটতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সমাবেশ ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে নানা রাজনৈতিক ও আইনি জটিলতার কারণে বড় পরিসরে রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত ছিল জামায়াতে ইসলামী। তবে চলমান জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে দলটি পুনরায় মাঠে সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।