Friday, July 18, 2025

এবার গোপালগঞ্জকে মানচিত্র থেকে বাদ দিয়ে আশপাশের জেলায় ভাগ করে দেওয়ার প্রস্তাব!

আরও পড়ুন

গোপালগঞ্জকে বাংলাদেশ মানচিত্র থেকে বাদ দিয়ে আশপাশের জেলায় ভাগ করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা। তিনি বলেন, ‘গোপালগঞ্জকে বাংলার মানচিত্র থেকে মুছে ৬৩ জেলা নিয়ে বাংলাদেশ গঠন করা হোক। এ জেলা মানচিত্রে না থাকাই ভালো। গোপালগঞ্জকে আশপাশের জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয়।’

বৃহস্পতিবার (১৭ জুলাই) কুষ্টিয়ায় ছাত্রলীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব বক্তব্য দেন তিনি।

আরও পড়ুনঃ  'বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় খুলতে দেয়া হবে না'

বক্তৃতায় তিনি দাবি করেন, ‘জুলাই যোদ্ধাদের ওপর হামলা দেশের ১৮ কোটি মানুষের ওপর হামলার শামিল। যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

মুফতি আমির হামজা আরও বলেন, ‘আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছিলাম, কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাচ্ছে। এই সময়ে দোষীদের শাস্তির ব্যবস্থা না করা হলে আমরা ধরে নেব, গোপালগঞ্জ জেলার যেসব ব্যক্তি দায়িত্বে আছেন, তারাও এই ঘটনার সঙ্গে জড়িত।’

সমাবেশে জেলা জামায়াতের অন্যান্য নেতারাও বক্তৃতা দেন। তারা দাবি তোলেন, গোপালগঞ্জের বর্তমান নাম পরিবর্তন করে অধ্যাদেশের মাধ্যমে নতুন নাম নির্ধারণ করতে হবে। একইসঙ্গে জেলা পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করে তারা বলেন, এই ঘটনায় পুলিশ সুপার দায় এড়াতে পারেন না। বক্তারা তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ