Tuesday, August 19, 2025

জলমগ্ন গাড়িতে আটকে পড়া মানুষের বাঁচার চেষ্টা, ভিডিওতে দেখা গেল হৃদয়বিদারক দৃশ্য

আরও পড়ুন

ভারতের মহারাষ্ট্রের থানে জেলায় দুই ব্যক্তিকে তাদের প্রায় ডুবে যাওয়া গাড়ির ভেতরে প্লাবিত আন্ডারপাসের মাঝখানে আটকে থাকতে দেখেন স্থানীয়রা। পরে সাঁতরে মাঝখানে পৌঁছে গাড়িটিকে ধাক্কা দিয়ে আটকা পড়াদের বের করতে স্থানীয়রা সহায়তা করেন।

সোমবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, থানে জেলার নারিভালি এবং উত্তরশিব গ্রামে সংযুক্ত করে তৈরি আন্ডারপাস থেকে উদ্ধার অভিযানের একটি ভিডিওতে দেখা যায়, গাড়িটি বৃষ্টির পানিতে আটকে আছে, গাড়ির সামনে প্রায় এক ফুট খোলা জায়গা। এরপর দুইজন স্থানীয় ব্যক্তিকে সাঁতার কেটে গাড়ির কাছে যেতে দেখা যায়।

আরও পড়ুনঃ  বিমানের জরুরি অবতরণ, অল্পের জন্যে প্রাণে বাঁচেন ক্রুসহ ১৬৬ যাত্রী

পরে একজন স্থানীয় ব্যক্তি গাড়ির পেছনের অংশে উঠে গাড়িটিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন যাতে নিরাপদে চলে যায় সেটি। এরপর দুই যাত্রী জানালা দিয়ে বেরিয়ে রাস্তার দিকে সাঁতরে চলে আসেন। থানে, মুম্বাই, পালঘর, নভি মুম্বাই, রায়গড় এবং মহারাষ্ট্রের আরও অনেক জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে স্কুল ও কলেজ বন্ধ হয়ে যাওয়ার একদিন পরই এই ঘটনাটি ঘটে।

এই দুর্যোগের ফলে রাস্তাঘাট জলমগ্ন হেয়ে পড়েছে। ট্রেন ও বিমান চলাচলও ব্যাহত হয়েছে এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। থানে জেলায়, কল্যাণের একটি পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসও দেখা দিয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি বাড়ি।

আরও পড়ুনঃ  জাতিসংঘের মানবাধিকারপ্রধানকে অবাঞ্ছিত ঘোষণা করলো যে দেশ

থানে পৌর কর্পোরেশনের (টিএমসি) দুর্যোগ ব্যবস্থাপনা সেলের প্রধান ইয়াসিন তাদভি বলেন, বিকেল সাড়ে ৪টায় শহরেই ১০০ মিমিরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুপুর নাগাদ নভি মুম্বাইয়ের সেক্টর ২৮-এর ব্লু ডায়মন্ড স্কোয়ারে একটি ‘নালায়’ একজন ব্যক্তি ভেসে গেছেন বলেও জানান তিনি।

সোমবার মুম্বাইয়ের পূর্ব শহরতলির ভিক্রোলিতে ১৩৯.৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে অনেক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। অবিরাম বৃষ্টিপাতের মৃধ্যে নান্দেদ জেলায় পাঁচজন নিখোঁজ এবং ২০০ জনেরও বেশি গ্রামবাসী আটকা পড়েছে, যার ফলে উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য সেনাবাহিনী মোতায়েন করেছে কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ