Thursday, August 21, 2025

হঠাৎ করে মালয়েশিয়া যাচ্ছেন নাহিদ ইসলাম, জানা গেল কারণ

আরও পড়ুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক মো. নাহিদ ইসলাম আসন্ন ২২ থেকে ২৪ আগস্ট মালয়েশিয়া সফর করবেন। এই সফরের আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স-মালয়েশিয়া চ্যাপ্টার।

তিন দিনের সফরে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন। এ ছাড়াও, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন পেশাজীবীর সঙ্গে আলোচনা করবেন তিনি। সফরের সময় মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন নাহিদ ইসলাম।

আরও পড়ুনঃ  ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

সফরের উল্লেখযোগ্য অংশ হিসেবে একটি গ্র্যান্ড পাবলিক ইভেন্টের আয়োজন করা হবে, যেখানে ৩০০-র বেশি প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণের আশা করা হচ্ছে। এ মহাসমাবেশে রাজনৈতিক নেতা, জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী, ছাত্রছাত্রী এবং প্রবাসীরা উপস্থিত থাকবেন।

আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, প্রবাসীদের অধিকার, মানবাধিকার সুরক্ষা এবং রাষ্ট্রগঠনে প্রবাসীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসবে বলে আশা করা হচ্ছে।

আয়োজকদের মতে, সফরের মূল উদ্দেশ্য হলো গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের নতুন সম্ভাবনা প্রবাসীদের সঙ্গে ভাগাভাগি করা এবং রাষ্ট্রগঠনে তাদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা।

আরও পড়ুনঃ  ’অবশ্যই যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে’

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য মো. এনামুল হক বলেন, নাহিদ ইসলামের সফর প্রবাসীদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।

অন্যদিকে, আরেক সদস্য আলমগীর চৌধুরী আকাশ বলেন, এই সফর থেকে নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে, যা বাংলাদেশকে এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের মধ্যে এ সফর ঘিরে এরই মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ