Wednesday, July 30, 2025

’অবশ্যই যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে’

আরও পড়ুন

পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য রেজাউল করিমের একটি বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিনকে নিয়ে দেওয়া তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভেতরে ও বাইরে সমালোচনার ঝড় ওঠে।

সোমবার চাটমোহর বালুচর মাঠে বিএনপি আয়োজিত জনসভার আগে রেজাউল করিম নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, “অবশ্যই যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে।”

আরও পড়ুনঃ  এনসিপির কর্মসূচিতে যোগ দিয়ে বহিষ্কার যুবলীগের ৩ নেতা

এই মন্তব্যের পর স্থানীয় বিএনপি নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তায়জুল ইসলাম বলেন, “ঐ ব্যক্তি যে বক্তব্য দিয়েছে এটা কোন সুস্থ মস্তিষ্কের মানুষের কথা হতে পারেনা। যারা তাকে এনে এমন মন্তব্য করালেন তাদেরকে সাবধান করে দিচ্ছি, কোন উস্কানিমূলক কথা এবং ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক কোন কর্মকান্ড পরিচালিত হলে সে যত বড় নেতাই হোন না কেন, আমরা তার দাঁত ভাঙা জবাব দেব।”

আরও পড়ুনঃ  ‘ক্ষণে ক্ষণে যারা বক্তব্য বদল করছে তাদের দিকে খেয়াল রাখুন’

চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এই উন্মাদ বিএনপি নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হোক। এর সাথে যারা তাকে এমন বক্তব্য প্রদানে উৎসাহিত করেছে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হোক। এমন বক্তব্য প্রদানের প্রেক্ষিতে চাটমোহর উপজেলা সহ সমস্ত দেশে বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে।”

এ বিষয়ে জানতে বিএনপি নেতা রেজাউল করিম টাইগারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ