Wednesday, July 30, 2025

এনসিপির কর্মসূচিতে যোগ দিয়ে বহিষ্কার যুবলীগের ৩ নেতা

আরও পড়ুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও পথসভায় অংশগ্রহণ করায় কিশোরগঞ্জের ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামলসহ তিন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে জেলা যুবলীগ।

রোববার (২৭ জুলাই) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত অপর দুই নেতা হলেন- কিশোরগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান সোহেল এবং ইটনা উপজেলা যুবলীগের সদস্য বাসেত আহমেদ।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ জেলা যুবলীগ এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেল এবং মো. রুহুল আমিন খান।

আরও পড়ুনঃ  একটা দল টুপি মাথায় দিয়ে ছাত্রদের ভুল বোঝাচ্ছে : অলি আহম্মেদ

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গত ২৬ জুলাই কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় এনসিপি আয়োজিত পদযাত্রা ও পথসভায় অংশগ্রহণ করেন গোলাম কবির শ্যামল। তিনি মঞ্চে উঠে বক্তব্যও দেন। সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সংগঠনের ভেতরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দের নজরে আসার পর দলীয় গঠনতন্ত্রের ২২(ক) ধারা অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

গোলাম কবির শ্যামল ইটনা সদর ইউনিয়নের প্রভাবশালী আওয়ামী লীগের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুকের ছেলে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম কবির শ্যামল বলেন, ‘আমি ২০১৮ সালেই যুবলীগ ছেড়েছি। কোটা সংস্কার আন্দোলন, এরপর জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। আওয়ামী লীগ করে শুধু প্রতারিত হয়েছি। এখন শুধু এনসিপিতে যোগ দিচ্ছি না, ইটনায় সংগঠন গঠনের কাজও শুরু করেছি।’

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ