পাকিস্তান সরকারের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি হয়েছে, যার আওতায় দুই দেশের কুটনীতিক ও সরকারি কর্মকর্তারা বিনা ভিসায় দেশ দুটি সফর করতে পারবেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, এনবিআরকে দুইভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনীর অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদ। যেটার শিগগিরই প্রজ্ঞাপন হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, নতুন সংশোধনীতে রাজস্ব নীতির সচিব পদে যেকোনো ক্যাডার থেকে নিয়োগ দেয়া যাবে, তবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব হবে রাজস্ব বিভাগ থেকেই।
উপদেষ্টা পরিষদ ১০টি সংস্কার কমিশনের ৩২৭টি প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুনঃ