Friday, August 29, 2025

চীন থেকে দেওয়া সারজিসের স্ট্যাটাস ভাইরাল

আরও পড়ুন

চীনে চার দিনের দলীয় সফরে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৮ নেতা। গত ২৬ আগস্ট রাত ১০টায় ঢাকা থেকে রওনা দেন তারা।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

এদিকে, শুক্রবার (২৯ আগস্ট) চীন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন সারজিস আলম, যা এরই মধ্যে ভাইরাল হয়েছে।

আরও পড়ুনঃ  ‘বিএনপি ক্ষমতায় গেলে আমাদের পুলিশ হত্যা মামলায় ফাঁসানো হতে পারে’

পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা চায়নাকে যতটা উন্নত ভাবি, অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে চায়না তার চেয়ে অনেক বেশি উন্নত।’

এরই মধ্যে ৪ ঘণ্টায় স্ট্যাটাসটিতে ১ লাখ ৩১ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। সাড়ে ১৫ হাজারের বেশি মন্তব্য এবং দেড় হাজারের বেশি শেয়ার হয়েছে।

এর আগে গত ২১ আগস্ট চীন সফর উপলক্ষে এনসিপির এই প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করে ঢাকাস্থ চীনা দূতাবাস।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ