Wednesday, September 3, 2025

হঠাৎ যে কারণে বিএনপিকে ধন্যবাদ জানাল পুলিশ

আরও পড়ুন

রাজধানীর যানজট ও জনদুর্ভোগের কথা চিন্তা করে নিজেদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পরিবর্তন আনে বিএনপি। পূর্বঘোষিত র‍্যালির পরিবর্তে উদ্যোগ নেয় স্বেচ্ছাশ্রমে খাল-নর্দমা পরিচ্ছন্নতা অভিযানের। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঘনবসতিপূর্ণ শহরে রাস্তা বন্ধ করে যেকোনো কর্মসূচি অনুষ্ঠিত হলে গোটা শহর স্তব্ধ হয়ে যায়। যার ফলে সৃষ্টি হয় প্রচণ্ড জনদুর্ভোগ। জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিএনপি কর্তৃক গৃহীত এই সৃজনশীল ও জনবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরণীয় রীতি স্থাপন করবে, যা রাজনৈতিক কর্মসূচি পালনের একটি উত্তম চর্চা হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে সেনা সদস্যের পদত্যাগ ফাঁস হলো আসল সত্য!

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নগরবাসীর বৃহত্তর স্বার্থ ও স্বাচ্ছন্দ্য মাথায় রেখে ব্যস্ত সড়ক পরিহার করে গঠনমূলক কর্মসূচি প্রণয়নের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিএনপির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

এর আগে, গত ২৩ আগস্ট ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতাদের সঙ্গে ডিএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত রাজনীতিবিদদের কাছে জনদুর্ভোগ এড়িয়ে বিকল্প স্থানে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

আরও পড়ুনঃ  ভাঙন তিন নদীর ১৬ স্থানে, পানির নিচে ৩০ গ্রাম!

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির এই উদ্ভাবনী কর্মসূচি সে আহ্বানের প্রতিফলন বলে বিশ্বাস করে ডিএমপি

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ