Sunday, August 17, 2025

নারীর আবেগে রাজনীতি, মোদির সিঁদুর কৌশলে সরব সুনায়না চৌটালা

আরও পড়ুন

বিজেপির ‘অপারেশন সিঁদুর’ কর্মসূচিকে ঘিরে ভারতের জাতীয় রাজনীতিতে বিতর্ক শেষই হচ্ছে না। এবার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে কড়া সমালোচনা করেছেন ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (আইএনএলডি)-এর জ্যেষ্ঠ নেত্রী সুনায়না চৌটালা। তিই বলেন, “বিজেপি নেতারা নারীর সিঁদুরের মূল্য বোঝেন না। একজন নারী কেবল একজন পুরুষের নামেই সিঁদুর পরে। বিজেপি যখন বাড়ি বাড়ি সিঁদুর বিতরণ করছে, এর উদ্দেশ্য স্পষ্ট নয়। তবে সময় এলেই নারীরা তাদের উপযুক্ত জবাব দেবে।”

বুধবার জিন্দে দলের কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

প্রসঙ্গত, আগামী ৯ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয়বার শপথ গ্রহণের দিন বিজেপি ‘অপারেশন সিঁদুর’ নামে একটি প্রচার অভিযান শুরু করতে যাচ্ছে, যার মাধ্যমে সারা দেশে মোদি ৩.০ সরকারের সাফল্য তুলে ধরা হবে। এর অংশ হিসেবে বিজেপি নারীদের সিঁদুর উপহার এবং প্রচারপত্র বিতরণ করবে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে গিয়ে আগুনে পুড়ে এক পরিবারের সবাই নিহত

সুনায়না চৌটালা বলেন, “যে দেশের প্রধানমন্ত্রী নিজে তার স্ত্রীকে নিজের সঙ্গে রাখতে পারেন না, তিনি কীভাবে সিঁদুরের মূল্য বুঝবেন? নারী কেবল একজন পুরুষের নামেই সিঁদুর পরেন। তাই এবার মানুষই এর জবাব দেবে।”

তিনি রাজ্যসভার সদস্য রামচন্দ্র জাংড়ার সাম্প্রতিক মন্তব্যেরও তীব্র নিন্দা জানান। বলেন,

“বিজেপি নেতারা বারবার যে ধরনের মন্তব্য করছেন, তা নারীদের প্রতি অবমাননাকর। রাজ্যসভার সদস্য রামচন্দ্র জাংড়ার বক্তব্য অত্যন্ত নিন্দনীয়। বিজেপির উচিত এই ধরনের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। একজন নারী হিসেবে আমি বলব, রামচন্দ্র জাংড়াকে রাজ্যের নারীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ না তিনি পদত্যাগ করছেন, ততক্ষণ আইএনএলডি-র নারী শাখা তার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে।”

আরও পড়ুনঃ  শোক জানিয়ে বাংলাদেশিদের উদ্দেশে যে বার্তা ভারতের প্রধানমন্ত্রীর

তিনি অভিযোগ করে বলেন, “বিজেপি নেতাদের ভিডিও বারবার ভাইরাল হলেও কখনও তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয় না। নারীদের মর্যাদার প্রতি বিজেপির কোনো শ্রদ্ধাবোধ নেই। তারা ভোটের আগে নারীদের জন্য বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবে কিছুই করেনি। এমনকি হরিয়ানার নারীদের জন্য ঘোষিত ২১০০ রুপি ভাতা এখনও বাস্তবায়ন হয়নি।”

জেজেপি নেতা অজয় চৌটালার প্রসঙ্গে তিনি বলেন, “অজয় চৌটালা বলছেন, তিনি অভয় চৌটালার চেয়ে দুই বছর বড় — এটা সত্যি। তিনি প্রয়াত মুখ্যমন্ত্রী ওপি চৌটালার পুত্র এবং অভয়ের চেয়ে বয়সে বড়। কিন্তু বর্তমানে তিনি আইএনএলডি-র নেতা নন। তাই তার ওপি চৌটালার ছবি ব্যবহার করা অনুচিত। আইএনএলডি late ওপি চৌটালা ও দেবীলাল সাহেবের আদর্শে গড়া দল। জেজেপি কী উদ্দেশ্যে এই ছবি ব্যবহার করছে, তা স্পষ্ট করা উচিত। এখন সময় এসেছে জেজেপি অধ্যায় বন্ধ করার।”

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ