Wednesday, July 2, 2025

এক দিনেই গ্রেপ্তার ১২৯০

আরও পড়ুন

ঢাকাসহ সারাদেশে বিভিন্ন অপরাধে একদিনে ১ হাজার ২৯০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (১ জুলাই) ২৪ পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ও মামলার পলাতক আসামি ৮১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য অপরাধে জড়িত ৪৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি চাপাতি ও তিনটি দা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  ২০০ টাকার নতুন নোটের ডিজাইন নিয়ে যে প্রশ্ন ফাহামের

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, দেশব্যাপী চলমান বিশেষ অভিযান আরও বিস্তৃত ও জোরালোভাবে পরিচালনা করা হবে।

অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ