অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড ও কন্ট্রোলের সদর দপ্তরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি জানায়, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যে আঘাত হেনেছে।
অপর এক বিবৃতিতে আল-কুদস ব্রিগেড জানায়, পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের সহযোগী সংস্থা শহিদ আবু আলি মুস্তফা ব্রিগেড-এর সঙ্গে যৌথ অভিযানে তারা গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের উত্তরে অবস্থানরত ইসরায়েলি সেনা সদস্যদের ঘাঁটি ও অবস্থানে মর্টার শেল নিক্ষেপ করেছে। খবর মেহের নিউজের।
আল-কুদস ব্রিগেড আরও দাবি করে, খান ইউনিস শহরের কেন্দ্রে তারা একটি ইসরায়েলি ট্যাংক ধ্বংস করেছে। এটি করা হয় ইসরায়েলি সেনাবাহিনীর ফেলে যাওয়া সরঞ্জামের মাঝে পুঁতে রাখা দুটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে।
এই সব হামলা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের অংশ এবং সম্প্রতি গাজায় চালানো ইসরায়েলি আগ্রাসনের জবাবে পরিচালিত হয়েছে বলে জানায় প্রতিরোধ গোষ্ঠীটি।