Saturday, July 5, 2025

বিয়ের গাড়ি ধাক্কা দিলো কলেজের দেয়ালে, বরসহ একই পরিবারের নিহত ৮

আরও পড়ুন

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীদের বহন করা একটি গাড়ি কলেজের দেয়ালে সজোড়ে ধাক্কা দেয়। এতে বরসহ একই পরিবারের ৮ সদস্যের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভি

শুক্রবার (৪ জুলাই) সকালে ভারতের উত্তরপ্রদেশের সম্বল জেলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে জেওয়ানি গ্রামে জনতা ইন্টার কলেজের কাছে বরযাত্রীবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা দেয়ালে ধাক্কা খায় ও পরে উল্টে যায়।

নিয়ন্ত্রণ হারানোর আগে বোলেরো এসইউভিটি বেপরোয়া গতিতে চলছিল বলে জানা গেছে, তার মধ্যেই এক পর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

আরও পড়ুনঃ  ছাত্রদল নেতার ‘অনৈতিক সম্পর্ক’ দেখে ফেলায় দুই নারীর ওপর হামলা

গাড়িটির ভেতর মোট ১০ আরোহী ছিল। ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেয়ায় দুর্ঘটনা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

নিহতদের মধ্যে ২৪ বছর বয়সী বর সুরুজ ছাড়াও তার ভাবি আশা (২৬), ভাতিজি ঐশ্বরিয়া (২), ভাই মনোজের ছেলে বিষ্ণুর (৬) পরিচয় জানা গেছে। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকেই ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে মারা যান আরও তিনজন। আহত দুইজনের অবস্থাও গুরুতর।

বরযাত্রীবাহী গাড়িটি সম্বলের হর গোবিন্দপুর গ্রাম থেকে কনের গ্রাম পার্শ্ববর্তী বুদন জেলার সিরতৌলে যাচ্ছিল।

আরও পড়ুনঃ  সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন

গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও মেডিকেল টিম তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) অনুকৃতি শর্মা বলেন, জেওয়ানি কমিউনিটি হাসপাতালে ৫ জনকে মৃত অবস্থায় আনা হয়।

পথচারীদের তোলা ভিডিওতে দুর্ঘটনার পর চূর্ণবিচূর্ণ হওয়া গাড়িতে রক্তের দাগ, ভাঙা কাচ দেখা গেছে। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ