Wednesday, August 20, 2025

খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক নিখোঁজ

আরও পড়ুন

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান নিখোঁজ হয়েছেন। ইতোমধ্যে তার সন্ধান চেয়ে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে ভুক্তভোগীর পরিবার।

শনিবার (৫ জুলাই) খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার (৪ জুলাই) দুপুর ১২টার পর জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে খিলক্ষেতের পূর্ব নামাপাড়ার নিজ বাসা থেকে বের হন মুশফিকুর রহমান। ওই সময় তিনি সঙ্গে নিজের মুঠোফোন না নিয়েই বের হয়েছিলেন। এরপর থেকে আর বাসায় ফেরেননি।

আরও পড়ুনঃ  সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

সবশেষ আজ শনিবার (৫ জুলাই) দুপুর পর্যন্ত সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ করেও মুশফিকুর রহমানের কোনো সন্ধান পায়নি তার পরিবার। সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে, বাসার পাশের মসজিদেও জুমার নামাজ পড়েননি মুশফিকুর রহমান।

খিলক্ষেত থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, মুশফিকুর রহমান নামাজ আদায়ের কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তিনি মসজিদে যাননি, এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ তার বর্তমান অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে বলে জানান ওসি।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ