Wednesday, August 20, 2025

রহস্যময় ছবির পাশে লেখা ‘আম্মু-আব্বু আমারে মাফ করে দিও’

আরও পড়ুন

‘আব্বু আম্মু আমারে ক্ষমা করে দিও’ খাতায় লিখে খুলনায় তিষা খাতুন নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে খুলনার সরকারি মহিলা কলেজের সামনে একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে সোনাডাঙ্গা থানা পুলিশ

তিষা খাতুন যশোরের অভয়নগর উপজেলার নাউলি গ্রামের আ. রউফ মোল্লার মেয়ে। তবে তার চিরকুটের পাশে পেন্সিল স্কেচে আঁকা একটি ছেলের মুখের অবয়ব নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে প্রত্যক্ষদর্শী ও পুলিশের মধ্যে।

আরও পড়ুনঃ  জামায়াত নেতাকে কুপিয়ে জখম করল যুবলীগ নেতা

পুলিশ জানায়, বয়রা কলেজের বিপরীতে পাঁচ তলা ভবনের একটি ফ্ল্যাটে তিন ছাত্রীর সঙ্গে বসবাস করত তিষা। তিসা এ ঘটনার দুদিন আগে বাড়িতে গিয়েছিল। সেখান থেকে আবার ওই মেসে ফিরে আসে। কিন্তু তার সঙ্গে থাকা অপর দুই ছাত্রী তাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বাসায় আর কেউ না থাকার সুযোগে রাতে ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

রাতে নিরাপত্তা প্রহরী বিষয়টি আঁচ করতে পেরে ওই বাড়ির মালিককে খবর দেয়। বাড়ির মালিক আবার তিসার বাবাকে বিষয়টি জানালে রাতে তারা অভয়নগর থেকে খুলনার পৌঁছেন। ঘরের দরজা বন্ধ দেখে বিষয়টি পুলিশকে অবগত করে তারা। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে তিসার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ছাত্রলীগের দুই কর্মী এখন দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, ঝুলন্ত মরদেহ উদ্ধারের সময় তিসার ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল ‘বাবা-মা আমাকে ক্ষমা করে দিও’। যে খাতায় চিরকুটটি লেখা হয়েছিল সেই খাতায় একটি ছেলের মুখের অবয়ব পেন্সিল স্কেচ দিয়ে আঁকানো ছিল, সেটা আমরা বিবেচনায় নিয়েছি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ