কুমিল্লার তিতাস উপজেলা জাতীয় পার্টির অফিসটি বর্তমানে সিমেন্টের দোকানে রূপ নিয়েছে। দলটির সাবেক সংসদ সদস্য আমির হোসেন ভূঁইয়া নিজ উদ্যোগে অফিসটি ভাড়া দিয়েছেন সিমেন্ট ব্যবসার জন্য।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের পর সারাদেশের মতো তিতাসেও জাতীয় পার্টির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন তালাবদ্ধ থাকার পর অবশেষে দলীয় কার্যালয়টি একটি সিমেন্ট দোকান হিসেবে ভাড়া দেয়া হয়। এতে করে স্থানীয়ভাবে দলটির সংগঠন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলেও অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়, দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আমির হোসেন ভূইয়া বিনা প্রতিদ্বন্ধিতায় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে নির্বাচিত হয়েছেন। এর পরই তিতাস উপজেলা সদর কড়িকান্দি বাজারে তাহার নিজ জায়গায় জাতীয় পার্টির অফিস করেন সাবেক এমপি আমির হোসেন ভূইয়া। তখন থেকেই এই অফিস ছিল জাতীয় পার্টির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীদের আনাগোনার কেন্দ্র। বহুবার কেন্দ্রীয় নেতাদের পদচারণায় মুখরিত হয়েছিল অফিসটি।
এদিকে, (১৮ আগস্ট) দিবাগত রাতে কে বা কারা ওই সিমেন্ট দোকানের চাল কেটে ভেতরে প্রবেশ করে প্রায় দুই শতাধিক ব্যাগ কেটে ক্ষতি সাধন করে পালিয়ে যায়। পরদিন (১৯ আগস্ট) ঘটনাটি তিতাস উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থাপন করেন তিতাস উপজেলা জামায়াতে ইসলামী আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার।
স্থানীয়দের ধারণা, কোনো ব্যক্তিগত শত্রুতার জেরে দুর্বৃত্তরা এমন কাজ করে থাকতে পারে। চুরির ঘটনায় দোকান মালিক নিজাম উদ্দীন তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ উল্ল্যাহ বলেন, চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।