Monday, August 25, 2025

প্রধান উপদেষ্টাকে জড়িয়ে প্রচারিত দাবি সম্পর্কে যা জানালো প্রেস উইং

আরও পড়ুন

ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে প্রচারিত ‘পরবর্তী নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে’—এমন তথ্য সম্পূর্ণভাবে মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গতকাল শনিবার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস উইং জানায়, সম্প্রতি কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট একটি ভুয়া ফটোকার্ড প্রচার করেছে। এতে দাবি করা হয়েছে, ‘প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির অধীনে অনুষ্ঠিত হবে।’

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ‘মিথ’ চুরমার হয়ে গেছে : পিনাকী

প্রেস উইং বলছে, প্রধান উপদেষ্টা এমন কোনো বিবৃতি দেননি। দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যাভাবে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য তার নাম ব্যবহার করা হয়েছে।

প্রেস উইং আরও জানায়, ঐকমত্য কমিশনের সংলাপে রাজনৈতিক দলগুলোর মধ্যে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নির্বাচনব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। তবে এটি প্রয়োগের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

এর আগে, ২৬ জুন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, পিআর ব্যবস্থা প্রয়োগের বিষয়ে কোনো আলোচনা হয়নি প্রধান উপদেষ্টার সঙ্গে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ