Sunday, July 6, 2025

গভীর রাতে আগুনে পুড়ে ছাঁই ১৯ দোকান

আরও পড়ুন

মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৯ দোকান। খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদিখান ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

শনিবার (৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শ্রীনগর সাব-রেজিস্ট্রার অফিসের সামনের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন আংশিক নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং ভোর ৪টার দিকে আগুন সম্পূর্ণভাবে নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আরও পড়ুনঃ  সকালে পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ, দুপুরে মিলল মরদেহ, চাঞ্চল্যকর তথ্য দিলেন পুলিশ

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে দলিল লেখার দোকান, মুদি দোকান, টি-স্টল, খাবার হোটেল, ভ্যারাইটিজ স্টোর এবং ফটোকপির দোকান ছিল। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এসব ব্যবসায়ীদের দীর্ঘদিনের বিনিয়োগ ও জীবিকা।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভবনা হলেও ধারণা করা হচ্ছে, এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার সম্পদ ধ্বংস হয়ে গেছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ