Monday, August 25, 2025

আবর্জনার স্তূপে পোড়ানো হলো ভারতের পতাকা, ভিডিও ভাইরাল

আরও পড়ুন

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপালে আবর্জনার স্তূপে দেশটির জাতীয় পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার (৫ জুলাই) রাতে পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়।

এ ঘটনায় কংগ্রেস ও বিজেপি—দুই প্রধান রাজনৈতিক দলই ক্ষোভ প্রকাশ করেছে। কংগ্রেসের মুখপাত্র বিবেক ত্রিপাঠীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং বিজেপির করপোরেটর সুষমা ববিশা পুলিশে লিখিত অভিযোগ দিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প, ১৪ দেশে সুনামি সতর্কতা

কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই ঘটনার জন্য পৌরসংস্থার কর্মীরা দায়ী। বিবেক ত্রিপাঠী জানান, ঘটনাটি ঘটেছে ওয়ার্ড ৫০-এর অফিসের পাশে একটি নির্দিষ্ট জায়গায়, যেখানে নিয়মিতভাবে আবর্জনা পোড়ানো হয়। সেখানেই দেখা গেছে, একাধিক জাতীয় পতাকা পোড়ানো হচ্ছে।

শাহপুরা থানার উপপরিদর্শক হরিশ গুজারবোস জানিয়েছেন, অভিযুক্তদের চিহ্নিত করতে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এ পর্যন্ত জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় দুটি অভিযোগ দায়ের হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ  বেতন মাত্র ১৫ হাজার; তবুও তিনি ২৪টি বাড়ির মালিক, রয়েছে আরও ৩০ কোটির সম্পত্তি

এনডিটিভি আরও জানায়, ঘটনাটি ঘটেছে শহর পরিচালনা সংস্থার নির্ধারিত আবর্জনা ফেলার স্থানে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকটি তেরঙ্গা (ভারতের জাতীয় পতাকা) আবর্জনার স্তূপের মধ্যে পুড়ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং প্রশাসনের নজরে আসে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ