ধর্ষণের পর লোকলজ্জার ভয়ে বিষপান করার ১৫ দিন পর মারা গেছেন ১৪ বছর বয়সী কিশোরী। শনিবার (৫ জুলাই) দিবাগত রাতে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এর আগে গত ২১ জুন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী।
নিহত কিশোরী দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের কোঁদালকাটি গ্রামের মাজাহারুল ইসলামের মেয়ে।
বোচাগঞ্জ থানার মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কোঁদালকাটি গ্রামের মাজাহারুল ইসলামের কন্যা সপ্তম শ্রেণির ছাত্রী তার দাদার বাড়িতে দাদির সঙ্গে থাকতেন। প্রতিবেশী দাদা মোসলেম উদ্দিন (৫৮) দীর্ঘদিন ধরে শিশু কন্যা মোস্তাহিনাকে খাবারের লোভ দেখিয়ে ও ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে আসছিল।
বিষয়টি জানাজানি হলে লোকলজ্জার ভয়ে গত ২১ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোস্তাহিনা বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি বাড়ির সদস্যরা টের পেয়ে প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে দীর্ঘ ১৫ দিন চিকিৎসাধীন শনিবার দিবাগত রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে মোস্তাহিনা।
এ বিষয়ে ওই কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় বোচাগঞ্জ থানায় গত ৩০ জুন একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই বোচাগঞ্জ থানা পুলিশ ধর্ষণের অভিযোগে মোসলেম উদ্দীনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ সরকার জানান, নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।