Monday, September 1, 2025

যে কারণে সবার প্রতি মির্জা ফখরুলের আহ্বান

আরও পড়ুন

দেশকে দ্রুত গণতান্ত্রিক ধারায় ফেরাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ জুলাই) বিকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক এই আলোচনার সভার আয়োজন করে বিএনপি। আলোচনা সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরা।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন আলোচকরা।

আরও পড়ুনঃ  সমাবেশ রোববার, এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি সিএমপির

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে বিভেদ থাকতে পারে। তবে আলোচনার মধ্য দিয়ে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে।’

দ্রুতই গণতন্ত্রের পথে ফিরতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আমাদের একটা নিয়মের মধ্যে দিয়ে এবং নির্বাচনের মাধ্যমেই তো জনগণের অধিকার অর্জিত হবে।

ফখরুল বলেন, আপনারা সেই তিতুমীরের সময়টার কথা বলেন। সেই সময়ও তারা দেশের স্বার্থে কঠিন ঐক্যবদ্ধ হয়েছিল। তাহলে আমরা এখন কেন পারব না? আসুন, আমরা সবকিছু ভুলে গিয়ে দেশের স্বার্থে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ