Tuesday, July 8, 2025

অস্ত্রসহ গ্রেপ্তার আ.লীগ নেতা জানালেন— বিএনপি নেতার বাড়িতেও মিলবে পিস্তল

আরও পড়ুন

মাগুরার শ্রীপুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ এক আ.লীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি জানান, শুধু আমার কাছে নয়, খুঁজলে বিএনপি নেতার বাড়িতেও পিস্তল পাবেন। পরে সেই বিএনপি নেতার বাড়িতেও অভিযান চালানো হয়।

এ ঘটনায় এক রাতে আওয়ামী লীগ ও বিএনপি নেতার বাড়ি থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৬ জুলাই) গভীর রাতে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  কাল বিয়ে, আজ হাতকড়া—লুকিয়ে ক্যাম্পাসে এসে ধরা খেলেন জবি ছাত্রলীগ নেতা

গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রীপুর উপজেলার নোহাটা গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমান টিটো ও উপজেলার তারাউজিয়াল গ্রামের সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু।

সেনাবাহিনীর নেতৃত্বাধীন পরিচালিত যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে নাশকতা মামলার আসামি আওয়ামী কর্মী টিটোকে নোহাটা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি রিভলভার ও ৮ রাউন্ড গুলি জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী, রাত ৩টার দিকে বিএনপি নেতা সাচ্চুর বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১টি চায়না পিস্তল ও ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ সময় সাচ্চুকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  ৩২ নম্বর ভাঙার ঘটনাকে বীভৎস মববাজি বললেন রুমিন ফারহানা

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী কালবেলাকে জানান, সাচ্চুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আওয়ামী কর্মী টিটোর নামেও অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ