Tuesday, July 8, 2025

লোহিত সাগরে সশস্ত্র বাহিনীর হামলা, বিধ্বস্ত ইসরায়েলগামী জাহাজ

আরও পড়ুন

ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে, লোহিত সাগরে একটি জাহাজে হামলা চালিয়েছে যার গন্তব্য ছিল ইসরায়েল অধিকৃত বন্দরে। ইয়েমেনি বাহিনীর ভাষ্যমতে, ‘ম্যাজিক সিজ’ নামের ওই জাহাজ এখন পানিতে ডুবে যাওয়ার পথে। সোমবার (৭ জুলাই) দ্বিতীয় বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানায়, তারা ‘ম্যাজিক সিজ’ জাহাজে হামলা চালিয়েছে। এ সময় ২টি ড্রোনবোট, ৫টি ব্যালিস্টিক ও গাইডেড ক্ষেপণাস্ত্র ও ৩টি আকাশচালিত ড্রোন ব্যবহার করা হয়েছে। খবর মেহের নিউজের।

বিবৃতিতে বলা হয়, ‘শত্রুদেশ ইসরায়েলের জাহাজ চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় এবং দখলদার বন্দরগুলোতে প্রবেশের চেষ্টা করায় জাহাজটিকে লক্ষ্য করে সমুদ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহিনী একযোগে হামলা চালিয়েছে।’

আরও পড়ুনঃ  জাতিসংঘের মানবাধিকারপ্রধানকে অবাঞ্ছিত ঘোষণা করলো যে দেশ

বিবৃতিতে আরও বলা হয়, ‘নিপীড়িত ফিলিস্তিনি জনগণ ও তাদের সাহসী প্রতিরোধযোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে।’

ইয়েমেনি বাহিনীর দাবি অনুযায়ী, জাহাজটিকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা সে সব সতর্কতা অগ্রাহ্য করে এগিয়ে যায়। এরপর সরাসরি হামলা চালানো হয়, এবং জাহাজে পানি ঢুকে পড়ায় এটি এখন প্রায় ডুবে যাওয়ার পথে। তবে, মানবিক দিক বিবেচনায় জাহাজের ক্রুদের নিরাপদে চলে যেতে দেয়া হয়েছে, বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ