Saturday, August 23, 2025

২৬ ফুট অজগরের পেট থেকে উদ্ধার হলো কৃষক, যা জানা গেল

আরও পড়ুন

গত শুক্রবার বাগানে যাওয়ার পথে নিখোঁজ হন এক কৃষক। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় কৃষকের পরিবার নিখোঁজ ডায়েরি করে।

পরে রোববার (৬ জুলাই) ২৬ ফুট লম্বা একটি অজগরের পেট থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির সাউথ বুটন জেলায় ঘটেছে। 

স্থানীয় সংবাদ সংস্থা অন্তারা জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে মাজাপাহিত গ্রামে ওই কৃষকের মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুনঃ  এক ইনজেকশনের অভাবে ভুগছে লাখো পরিবার!

স্থানীয়রা জানান, বাগানে একটি বিশাল অজগরকে ছটফট করতে দেখে তাদের সন্দেহ হয়। তারা ধারণা করেন সাপটি কিছু বড় কিছু গিলে ফেলেছে। পরে সাপটিকে মেরে ফেলার পর যখন কাটা হয়, তখন ভেতর থেকে কৃষকের মরদেহ বেরিয়ে আসে। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

গ্রাম পর্যবেক্ষণ কর্মকর্তা সার্জেন্ট দিরমান জানান, কৃষকের পরিবার নিখোঁজ ডায়েরি করেছিল, কারণ তিনি বাগান থেকে আর ফিরে আসেননি। খোঁজ করতে গিয়ে তারা রাস্তার পাশে কৃষকের মোটরসাইকেলটি দেখতে পান। এরপর আরও খোঁজাখুঁজির পর তারা সাপটিকে খুঁজে পান, যা দেখে তাদের সন্দেহ হয়। পরে সাপটিকে হত্যা করে কেটে ফেললে কৃষকের মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুনঃ  শেখ হাসিনা কি লন্ডন যাচ্ছেন?

সাউথ বুটনের আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিপিবিডি) জরুরি ও সরবরাহ বিভাগের প্রধান লাওড রিসাওয়াল বলেন, স্থানীয় বাসিন্দারা সাপের পেট থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার করেন। 

রিসাওয়াল আরও জানান, এটাই প্রথমবার সাউথ বুটন এলাকায় কোনো মানুষ অজগরের পেটে পাওয়া গেল। তবে, বর্ষা মৌসুমে এই জেলার গ্রামে প্রায়ই সাপ দেখা যায় এবং সেগুলো গবাদি পশুর ওপর হামলা চালায়।

এমন ঘটনা যদিও ভয়াবহ ও বিরল, তবে নজিরবিহীন নয়। এর আগে, ২০১৭ সালের মার্চ মাসে ইন্দোনেশিয়ার সুলাওয়েসির সালুবিরো গ্রামে ৭ মিটার লম্বা একটি অজগরের পেট থেকে ২৫ বছর বয়সী কৃষক আকবরের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ