Sunday, August 10, 2025

এসএসসির ফল রিভিউয়ের আবেদন করবেন যেভাবে, লাগবে যত টাকা

আরও পড়ুন

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে। গত বছর অর্থাৎ, ২০২৪ সালের তুলনায় এবারের ফলাফলে রীতিমত ধস নেমেছে; অকৃতকার্য হয়েছে প্রায় দ্বিগুণ পরীক্ষার্থী। গত বছর যেখানে ১৭ দশমিক ৯৬ শতাংশ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছিল, সেখানে এবার অকৃতকার্যের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ। সেইসঙ্গে কমেছে জিপিএ ৫-এর সংখ্যাও। 

২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় যেখানে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছিল, এবার সেখানে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন পরীক্ষার্থী। 

তবে, প্রতিবছরের মতো এবারও থাকছে পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার সুযোগ। যদি কোনো পরীক্ষার্থী বা তার অভিবাবকরা পরীক্ষার ফল নিয়ে সন্দিহান থাকেন, তাহলে খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। আর এ আবেদন  করা যাবে শুধুমাত্র টেলিটক মোবাইল নম্বর ব্যবহার করে। এক্ষেত্রে প্রতি বিষয়ের জন্য নির্ধারিত আবেদন ফি হিসেবে লাগবে ১৫০ টাকা।

আরও পড়ুনঃ  ‘ওই স্বাক্ষর আমার নয়’ বললেন রাবিতে শিক্ষক নিয়োগের সুপারিশে অভিযুক্ত জামায়াত নেতা

টেলিটকের ডিজিটাল সার্ভিসেস বিভাগের জেনারেল ম্যানেজার সালেহ্ মো. ফজলে রাব্বী এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশে কারিগরি সহায়তা দেবে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড— এই ১১টি বোর্ডের ফলাফল একযোগে প্রকাশিত হবে। শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে।

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করলো রাবি কর্তৃপক্ষ

মোবাইল অপারেটর থেকে এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে লিখতে হবে — 

SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বছর, এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ- ঢাকা বোর্ডের জন্য হবে ‘SSC DHA 123456 2025’। আর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য বোর্ড কোড হবে MAD এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জন্য TEC।

ইন্টারনেটের মাধ্যমে ফলাফল জানার জন্য ভিজিট করতে হবে — www.educationboardresults.gov.bd

অন্যদিকে, ফলাফল প্রকাশের পর যদি কোনো শিক্ষার্থী তার খাতা পুনঃনিরীক্ষার আবেদন করতে চায়, তবে সেটিও করা যাবে টেলিটক মোবাইল নম্বর ব্যবহার করে। এজন্য মোবাইলে টাইপ করতে হবে— RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের কোড লিখতে হলে কমা (,) দিয়ে আলাদা করতে হবে। যেমন— ১০১,১০২। আর পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে ১১ জুলাই থেকে, চলবে ১৭ জুলাই পর্যন্ত। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

আরও পড়ুনঃ  আমাদের সব ছাত্রী বিবাহিত, তাই পাস করেনি কেউ

টেলিটকের ওয়েবসাইটে (www.teletalk.com.bd) ফলাফল ও পুনঃনিরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ