মালয়েশিয়ার গেলাং পাথে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটিতে পুলিশের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) এমন ঘটনা ঘটে। তবে এতে কেউ নিহত হয়নি। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের আয়োজনে একটি মহড়ায় হেলিকপ্টারটি উড্ডয়নের পরই নদীতে বিধ্বস্ত হয়। খবর এনডিটিভি
মালয়েশিয়ার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, দেশটির পুলিশ গত নভম্বরে এয়ারবাস এএস৩৫৫এন মডেলের পাঁচটি হেলিকপ্টার ক্রয়ের জন্য টেন্ডার ইস্যু করে।
হেলিকপ্টারটি স্থানীয় সময় আজ সকাল ৯টা ৫১ মিনিটে পাইলটসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে নিয়ে উড্ডয়নের পরই বিধ্বস্ত হয়। তবে এদের মধ্য দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
অভিযোগ উঠেছে, ‘হেলিকপ্টারটি নির্দিষ্ট সময়সীমা পার করেছে। তবে পুলিশের মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল বলেছেন, হেলিকপ্টারটির মেয়াদ কোনো সমস্যা না, বরং এর রক্ষণাবেক্ষণ গুরুত্বপূর্ণ। যে ঘটনা ঘটেছে তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’
ফ্রান্স নির্মিত এয়ারবাস এএস৩৫৫এন হেলিকপ্টারটি ব্যক্তিগত এবং বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়। এছাড়াও এটি সরকারি সেবার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে।