Friday, July 18, 2025

হঠাৎ কেন দেশ ছাড়লেন শাকিব খান? দুই দুইয়ে চার মেলাচ্ছেন ভক্তরা!

আরও পড়ুন

বিনোদন ডেস্ক : দেশ ছেড়েছেন ঢাকাই চলচ্চিত্রের প্রভাবশালী অভিনেতা শাকিব খান। শনিবার রাতে ফ্লাইটের ভেতর থেকে নিজের একটি ছবি শেয়ার করেন শাকিব খান। তাতে লেখেন, ‘রোমাঞ্চ যাত্রা শুরু হোক!’ ছবিতে দেখা যায়, সাদা টি-শার্ট, চোখে সানগ্লাস ও মাথায় ‘লুলুলেমন’ ব্র্যান্ডের ক্যাপ পরে বিমানের জানালার পাশে বসে আছেন তিনি।

শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, অভিনেতার আরো সপ্তাহখানেক পরে দেশ ছাড়ার কথা ছিল।
কিন্তু এর আগেই তিনি চলে গেলেন।

আরও পড়ুনঃ  রাজনীতি আমার পথ নয়, আমি শুধু অভিনয়টা বুঝি: আরিফিন শুভ

এদিকে, ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খানের ‘তাণ্ডব’ চলচ্চিত্রটি এবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশের শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তার দুদিন পরই যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়লেন এই ঢালিউড সুপারস্টার। গত ১১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের হিউস্টন, ক্যালিফোর্নিয়া, বোস্টন, অরল্যান্ডো, স্যাক্রামেন্টোসহ অন্তত ১০টির বেশি শহরের থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি।

শাকিব খান কেন মার্কিন মুলুকে গেছেন এ নিয়েও এখন প্রশ্ন রয়েছে। তবে শাকিব খানের ঘনিষ্ঠ সূত্রটি বলছে, একান্ত ব্যক্তিগত কারণে শাকিব খান যুক্তরাষ্ট্র গিয়েছেন। সেখানে তিনি দেড় মাসের মতো থাকবেন এবং আগস্টের শেষভাগে দেশে ফিরবেন।

আরও পড়ুনঃ  জায়েদকে বিয়ে ও মা হওয়ার ইচ্ছার কথা জানালেন তিশা

হলিউডে কাজ করবেন শাকিব খান এমন একটি খবর শোনা গিয়েছিল।

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর বাংলাদেশের একটি গণমাধ্যমে জানান, শাকিব খানকে নিয়ে একটি হলিউড ছবি নির্মাণ করতে চান তিনি। সে সময় তিনি বলেছিলেন, স্ক্রিপ্ট রাইটিং এর কাজ চলছে, শাকিব খান যুক্তরাষ্ট্রে এলেই চূড়ান্ত হবে সবকিছু। ফলে শাকিব খানের যুক্তরাষ্ট্র যাওয়া ও সেই সিনেমার কাজে অংশ নেওয়া- দুই দুইয়ে চার মেলাচ্ছেন ভক্তরা।

এদিকে, আগামী ঈদের চলচ্চিত্রে শাকিব খান চুক্তিবদ্ধ হয়েছেন। আবু হায়াত মাহমুদ পরিচালিত ছবিটির সাইনিং মানি দুই কোটি টাকা নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা।

আরও পড়ুনঃ  সেই আইনজীবীর বিরুদ্ধে মামলা করব : মারিয়া মিম

আগামী অক্টোবরে সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। ছবিটির পূর্ব প্রস্তুতির কাজ চলমান রয়েছেন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ