Thursday, July 17, 2025

১৬ বছর পর প্রাথমিকে বৃত্তি পরীক্ষা, সম্ভাব্য তারিখ জানিয়ে চিঠি

আরও পড়ুন

দীর্ঘ ১৬ বছর পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবারও ফিরছে ‘বৃত্তি পরীক্ষা’। চলতি বছরের ডিসেম্বরে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২১-২৪ ডিসেম্বরের মধ্যে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সারা দেশের পরীক্ষার্থী ও কেন্দ্রের সংখ্যা জানতে চেয়ে সব বিভাগের সব প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালকদের কাছে চিঠি দেওয়া হয়েছে।

পরীক্ষার কাঠামো সম্পর্কে জানানো হয়, চলতি বছর বৃত্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান (যেখানে উভয় বিষয়ের ৫০ শতাংশ করে প্রশ্ন থাকবে) এই ৪ বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বিষয়ের পূর্ণমান থাকবে ১০০। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে আড়াই ঘণ্টা। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম সাময়িক পরীক্ষার ভিত্তিতে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী নির্বাচন করতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  দুপুরে গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা

এ পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে তিন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য। এগুলো হলো- সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়। এসব প্রতিষ্ঠান থেকে নির্বাচিত শিক্ষার্থীদের বাছাই করে যথাসময়ে তালিকা পাঠাতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, জেলা ও উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা এবং প্রয়োজনীয় কেন্দ্রসংখ্যা নির্ধারণ করে বিভাগভিত্তিক একীভূত তথ্য আগামী ২৪ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে। কেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে এমন কেন্দ্রকে অগ্রাধিকার দিতে হবে, যেখানে সর্বোচ্চ ধারণক্ষমতা রয়েছে।

আরও পড়ুনঃ  ভারতের কারাগারে ইলিয়াস আলী: বিএনপি নেতা এম এ মালেক

প্রসঙ্গত, এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রতি মাসে নির্ধারিত হারে বৃত্তি সুবিধা এবং মাধ্যমিক পর্যায়ে ভর্তি প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবে।

এর আগে ২০০৯ সালের ‘প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা’ (পিইসি) শুরুর পর থেকে আলোচিত এই বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ