গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে নিহত চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
নিহতরা হলেন—
দীপ্ত সাহা (২৫), উদয়ন রোড, গোপালগঞ্জ শহর
রমজান কাজী (১৮), কোটালীপাড়া
সোহেল রানা (৩০), টুঙ্গীপাড়া
ইমন তালুকদার (২৪), গোপালগঞ্জ সদর
বুধবার (১৬ জুলাই) শহরের বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে পড়া এই সংঘর্ষে আরও অন্তত ৫০ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের একজন, গোপালগঞ্জ সদর উপজেলার মোহাম্মদপাড়া এলাকার সুমন বিশ্বাস (২০), বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে।
তার মা নিপা বিশ্বাস জানান, দুপুরে খবর পান ছেলের শরীরে গুলি লেগেছে। প্রথমে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।
আহত সুমন বলেন, “আমি পাচুরিয়া এনএসআই কোয়ার্টারের পেছনে পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে কাজ করি। কাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ি। একটি গুলি পেটের ডান পাশে ঢুকে সামনে দিয়ে বেরিয়ে যায়। ডান হাতের কনিষ্ঠ আঙুলও বিচ্ছিন্ন হয়ে পড়ে।”
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, তার পেটের দু’পাশে গুলির আঘাত রয়েছে, সঙ্গে ডান হাতের একটি আঙুল মারাত্মক ক্ষতিগ্রস্ত। তার অবস্থা আশঙ্কাজনক।