Monday, September 1, 2025

৩৮ লাখ টাকা ঘুষ নিয়ে নথি সরবরাহের অভিযোগে সহকারী কর কমিশনার মিতু বরখাস্ত

আরও পড়ুন

৩৮ লাখ টাকা ঘুষ নিয়ে কর নথি সরবরাহের অভিযোগে সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১ সেপ্টেম্বর) এনবিআর সচিব মো. আবদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, ৩৮ লাখ টাকা নিয়ে আয়কর নথির অধিকাংশ পূর্ববর্তী রেকর্ড হস্তান্তরের অভিযোগে ঢাকার কর অঞ্চল ৫ এর সহকারী কর কমিশনার মিজ জান্নাতুল ফেরদৌস মিতুর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি-১২ অনুযায়ী তাকে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

আরও পড়ুনঃ  চাঁদা না পেয়ে প্রবাসীর কবজি কেটে দেওয়ার অভিযোগ

তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, ৩৮তম বিসিএসে কর ক্যাডারে যোগদানের আগে জান্নাতুল ফেরদৌস মিতু প্রায় ২ বছরের মতো বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে কর্মরত ছিলেন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ