Monday, July 21, 2025

ধাতব চেইন পরা ব্যক্তিকে টেনে নিল এমআরআই মেশিন, অতঃপর…

আরও পড়ুন

নিউ ইয়র্কের ওয়েস্টবেরি এলাকার ‘নাসাউ ওপেন এমআরআই’ চিকিৎসাকেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনায় ৬১ বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। বুধবার (১৬ জুলাই) বিকেলে এমআরআই মেশিনের চুম্বকক্ষেত্রে প্রবেশের সময় তার গলায় পরানো বড় একটি ধাতব চেইন মেশিনের তীব্র চুম্বকশক্তিতে আকৃষ্ট হয়ে তাকে টেনে নেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।

স্থানীয় পুলিশ জানায়, ওই ব্যক্তি অনুমতি ছাড়া সক্রিয় এমআরআই মেশিনের কক্ষে প্রবেশ করেন। এমআরআই মেশিনের চুম্বকক্ষেত্র খুবই শক্তিশালী হওয়ায় ধাতব বস্তু মুহূর্তেই ক্ষিপ্রগতির প্রজেক্টাইলের মতো দ্রুত চলতে শুরু করে, যা প্রাণঘাতী হতে পারে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  ‘গাজায় হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল’

এমআরআই ব্যবহারের নিয়ম অনুযায়ী রোগীদের ধাতব বস্তু ছাড়া কক্ষে প্রবেশ করতে হয়। এমনকি পোশাকও পরিবর্তন করানো হয় যাতে কোনো ধাতব উপাদান না থাকে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এমআরআই কক্ষে প্রবেশের আগে প্রতিটি ব্যক্তি ও তাদের বহনকৃত বস্তু সম্পর্কে সতর্ক পরীক্ষা-নিরীক্ষা করার নির্দেশনা দিয়েছে।

দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নাসাউ ওপেন এমআরআই কেন্দ্রটি আশপাশে প্রায় ১৫ হাজার মানুষের বসবাস।

আরও পড়ুনঃ  ইরানের সমরাস্ত্র ভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আইআরজিসির উপদেষ্টা

এমন দুঃখজনক ঘটনার কারণে এমআরআই ব্যবহারে সতর্কতা আরোপের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে উঠেছে। 

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ