Monday, July 21, 2025

মাদরাসার টয়লেটে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ, অতঃপর..

আরও পড়ুন

ঢাকার একটি মাদরাসায় সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের বাসিন্দা মো. সালাউদ্দিন সরদারের ছেলে হাফেজ মোহাম্মদ তৌফিক সিয়াম (১৭) নামে একজন শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার মৃত্যুর খবর তার পরিবারকে ফোনে জানায় মাদরাসা কর্তৃপক্ষ। পুলিশ মাদরাসার টয়লেট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

সোমবার (২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার দারুস সালাম থানার এএসআই আজিজুল ইসলাম। 

তৌফিক সিয়াম ঢাকার মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল। সে খুলনা বিভাগীয় পর্যায়ে জাতীয় হিফজ প্রতিযোগিতায় একাধিকবার পুরস্কারপ্রাপ্ত।

আরও পড়ুনঃ  বহিষ্কৃত সেই যুবদল নেতাকে গুলির পর পায়ের রগ কেটে হত্যা

পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে টয়লেটে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা যায়।

তৌফিকের বাবা সালাউদ্দিন সরদার বলেন, আমার ছেলে কখনো আত্মহত্যা করতে পারে না। সে ধর্মভীরু, শৃঙ্খলাপরায়ণ ও পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল। বহুবার জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছে। এটা স্পষ্ট হত্যাকাণ্ড। আমরা সুষ্ঠু তদন্ত চাই।

তৌফিকের মৃত্যুর খবরে সাতক্ষীরার গাবুরা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এলাকাবাসী ও স্বজনদের দাবি, এই মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করা হোক। একইসঙ্গে দোষীদের আইনের আওতায় আনা হোক।

আরও পড়ুনঃ  বিয়ের তথ্য গোপন করে এসআই নিয়োগের চূড়ান্ত তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ

এ বিষয়ে জানতে চাইলে ঢাকার দারুস সালাম থানার এএসআই আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। নিহতের শরীরের দুটি স্থানে বেতের আঘাতের চিহ্ন ছিল। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন এলে বিস্তারিত জানা যাবে। তদন্তের স্বার্থে আপাতত কিছু বলা যাচ্ছে না।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ